আজকাল ওয়েবডেস্ক: বুধের মধ্যরাতে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা। রোজ গার্ডেনে বৃক্তৃতা রাখতে গিয়ে শুল্কের হার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু কোনও কোনও পারস্পরিক শুল্ক আরোপ করা হয়নি আমেরিকার দুই প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার উপর।
তবে নজর ছিল ট্রাম্পের ঘোষণার পর কী অবস্থা হয় শেয়ার বাজারের। বৃহস্পতিবার দেখা গেল, দাম পড়েছে শেয়ার বাজারের, একই সঙ্গে দাম বাড়ছে সোনার। অর্থাৎ যে আশঙ্কা করা হয়েছিল, ঘটছে তাই।
ট্রাম্পের ঘোষণার পর বুধবার রাত থেকেই মার্কিন স্টক ফিউচারের উপর চাপ তৈরি হয়েছিল। নাসডাকের ফিউচার ৪ শতাংশ পড়েছে। আফটার-আওয়ার ট্রেডে অ্যাপলের শেয়ার প্রায় ৭ শতাংশ পড়েছে। এস অ্যান্ড পি ফিউচার ৩.৩ শতাংশ এবং নিক্কিই ফিউচার ৪ শতাংশেরও বেশি পড়েছে। ব্লু চিপস স্টক পড়েছে ২ শতাংশেরও বেশি। ট্রাম্পের ঘোষণার পর তেলের দাম কমলেও, একলাফে বেড়েছে সোনার দাম।
বুধবার ভারতের উপর ২৬%, চীন ৩৪%, ইউরোপীয় ইউনিয়ন ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, তাইওয়ান ৩২%, থাইল্যান্ডের উপর ৩৬% হারে পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প।
