শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | বৃহস্পতিতে মমতাকে স্বাগত জানাতে প্রস্তুত অক্সফোর্ড, হাউসফুল কেলগ-হল, প্রস্তুত আরও দুটি হল

Riya Patra | ২৬ মার্চ ২০২৫ ২২ : ৪২Riya Patra


রিনা ভট্টাচার্য, লন্ডন: বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কেলগ কলেজের হলে নিজের কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী। এই এক বক্তৃতা ঘিরে তাঁর রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি চর্চা কিছু কম করেনি। কিন্তু তার প্রভাব যে একেবারেই পড়ল না সাত সমুদ্র তেরো নদীর পারে, তা বলাই বাহুল্য। আসলে তা বলছে হিসেব, তথ্য।

মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য হলে প্রবেশ অবাধ। কিন্তু আগে থেকে আসন সংরক্ষণ করতে হয়েছে। বুধবার অর্থাৎ বক্তৃতার আগের দিনেই আঁচ পাওয়া গেল জলঘোলা আর চর্চার বদলে তাঁর কথা শোনার জন্য উন্মাদনা ঠিক কতটা। এদিনের পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার জন্য ইতিমধ্যেই হলে সব আসন সংরক্ষণ করা হয়ে গিয়েছে। যাঁরা আসন সংরক্ষণ করতে পারেননি, তাঁদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও দু'টি হল। সেখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। অর্থাৎ ওই দুই হলে যাঁরা থাকবেন, বিশাল টিভি স্ক্রিনে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন তাঁরা, শুনতে পারবেন তাঁর কথা। স্বাভাবিকভাবেই, সেই দু'টি হলেও ভিড় করবেন বহু মানুষ। 

বৃহস্পতিবার দুপুর বারোটায় মুখ্যমন্ত্রীর বাস লন্ডন থেকে অক্সফোর্ডের কেলগ কলেজের উদ্দেশে রওনা দেবে। বাসে মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন তাঁর এই সফরের সঙ্গীরা। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ , শিল্প সচিব বন্দনা যাদব থাকবেন তাঁর সঙ্গে, থাকবেন শিল্পপতি সত্যম রায়চৌধুরি, তরুণ ঝুনঝুনোয়ালা, হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া , রুদ্র চ্যাটার্জি, মেহুল মোহাঙ্ক প্রমুখ। সৌরভ গাঙ্গুলি সরাসরি পৌঁছে যাবেন সেখানেই।


আগেই জানা গিয়েছিল বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মূলত সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে তিনি শিশুকন্যা ও নারীদের জীবনের মানোন্নয়ন ও ক্ষমতায়নের ওপরে জোর দিয়েছিলেন। এই বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলবেন। মমতা-জমানায় রাজ্যে একগুচ্ছ প্রকল্পের সূচনা হয়েছে, কন্যাশ্রী প্রশংসা কুড়িয়েছে বিশ্বের। কন্যাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি সমাজের সব স্তরের মানুষদের নানা ভাবে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। অক্সফোর্ড মুখ্যমন্ত্রীর কাছে সেই উন্নয়নের কথাই শুনতে চায়।


উল্লেখ্য, পূর্ণ ও আংশিক সময়ের ছাত্রছাত্রীর নিরিখে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কলেজ হল কেলগ। সেখানে ভারতীয় তথা বাঙালি ছাত্রছাত্রীর সংখ্যাও কম নয়। তাঁরাও আগামিকাল মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে ভিড় জমাবেন।


Oxford UniversitysKellogg CollegeMamata Banerjee

নানান খবর

নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম

সোশ্যাল মিডিয়া