রবিবার ৩১ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৫ মার্চ ২০২৫ ২৩ : ৫১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহেই জয়ে ফেরার পর মঙ্গলবার শৈলশহর শিলংয়ে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। প্রতিপক্ষ প্রতিবেশী বাংলাদেশ, যাদের সঙ্গে ফুটবল মাঠে ভারত মুখোমুখি হলে ইদানীং আবহাওয়া প্রায়ই গরম হয়ে ওঠে। মঙ্গলবারও সে রকম আর একটা ফুটবল যুদ্ধ দেখা গেলেও যেতে পারে।
দীর্ঘ ১৬ মাস জয়হীন থাকার পরে গত বুধবারই মলদ্বীপের বিরুদ্ধে জয়ে ফেরে ভারতীয় ফুটবল দল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে ৩-০-য় হারিয়ে এই জয়ের খরা কাটায় ভারত। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সেই প্রথম জয়ের মুখ দেখে তাঁর বাহিনী। আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রী একটি গোল করে স্মরণীয় করে রাখেন ভারতীয় দলে তাঁর ‘দ্বিতীয় অভিষেক’। কিন্তু সে ছিল পরীক্ষার প্রস্তুতি। এ বার আসল পরীক্ষায় নামছে ভারত, যার প্রথম প্রশ্নপত্রের নাম বাংলাদেশ।
গত এক দশকে ভারত-বাংলাদেশের ফুটবল দ্বৈরথ দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা ও আগ্রহ তৈরি করেছে। ২০১৯-এ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৮৮ মিনিটে দেওয়া আদিল খানের দেওয়া গোলে ভারতের জয়, ২০১৩-য় সাফ চ্যাম্পিয়নশিপে সুনীল ছেত্রীর ৯৫ মিনিটের গোলে জয় বা ২০২১-এর সাফ ফুটবলে সুনীলের গোলে ১-১ ড্র-ই বুঝিয়ে দিয়েছে দুই দেশের মধ্যে ফুটবলের লড়াইয়ে উত্তেজনার পারদ এখন চরমে ওঠার উপক্রম হয় প্রায়ই। এ বারও সে রকম সম্ভাবনা যথেষ্ট। তবে ইতিহাস বলছে, ভারতে এসে কখনও ভারতীয় দলকে হারাতে পারেনি বাংলাদেশ।
আগামী এশিয়ান কাপের মূলপর্বে উঠলে ভারত টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলবে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে আগে কখনও হয়নি। সে জন্য তাদের এই এশিয়ান কাপ বাছাই পর্বের গণ্ডী পেরোতে হবে। বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। বাছাই পর্বে মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের এক নম্বর দলগুলি মূলপর্বে উঠবে, যেখানে ইতিমধ্যেই ১৮টি দল জায়গা পাকা করে ফেলেছে। ভারত রয়েছে ‘সি’ গ্রুপে। মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত চলবে বাছাই পর্বের এই খেলাগুলি। তারপরেই বোঝা যাবে কারা এই গ্রুপ থেকে ২০২৭-এ সৌদি আরবে এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।
এই গ্রুপে ভারতই (১২৬) ফিফা ক্রমতালিকায় সবার ওপরে থাকা দল। হংকং রয়েছে ১৫৫ নম্বরে, সিঙ্গাপুর ১৬০-এ ও বাংলাদেশ ১৮৫। তিন বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তা তো আগেই জেনেছেন। এ ছাড়া ২০২২-এর জুনে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকং ও ভারত মুখোমুখি হয়। সে বছরই সেপ্টেম্বরে সিঙ্গাপুরের মুখোমুখি হয় তারা। ফলে কোনও দলই তাদের অচেনা নয়।
পরিসংখ্যান বলছে, অতীতে সব মিলিয়ে ২৮ বার দুই দেশের ফুটবল দ্বৈরথ হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৪ বার, হেরেছে চারবার ও ড্র হয়েছে দশবার। এ বার উত্তেজনার আঁচ একটু বেশিই। তার কারণ, বাংলাদেশ এ বার নিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে। তিনি সদ্য তাঁর মায়ের জন্মভূমি বাংলাদেশের পাসপোর্ট অর্জন করেছেন এবং ভারতের বিরুদ্ধে এই ম্যাচেই সে দেশের জাতীয় দলে তাঁর অভিষেক হতে চলেছে।
দশ বছর আগে লিস্টার সিটির অনূর্ধ্ব ১৮ দলে যোগ দেওয়ার পর ২০১৮-য় তাদের সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেন হামজা। লিস্টার তাঁকে ২০২২-এ ওয়াটফোর্ডে ও ২০২৫-এ শেফিল্ড ইউনাইটেডে পাঠায় লোনে। আগামী মে মাসে তাঁর শেফিল্ড থেকে লিস্টারে ফিরে আসার কথা। আপাতত তিনি শেফিল্ডেই রয়েছেন লোনে। ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়েও সাতটি ম্যাচ খেলেছেন তিনি।
লিস্টার সিটির জার্সি গায়ে এ পর্যন্ত ১৩১টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী হামজা। দু’টি গোল করেছেন ও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন। এ মরশুমে প্রিমিয়ার লিগে তিনি চারটি ম্যাচে খেলেন। একটি ম্যাচে প্রথম এগারোয় ছিলেন। তবে গত বছর সেপ্টেম্বর থেকে একটিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলের ক্লিন শিট রাখার দিকেই বেশি মনোনিবেশ করেছেন হয়তো।
ভারতের আক্রমণ বিভাগকে আটকানোই, বিশেষত সুনীল ছেত্রীকে আটকানোই মঙ্গলবারের ম্যাচে তাঁর অন্যতম প্রধান কাজ হয়ে উঠতে পারে। এ ছাড়া বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ৮৭ ম্যাচ খেলা অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভুঁইয়া, মিডফিল্ডার সোহেল রানা, ডিফেন্ডার তপু বর্মন, তরুণ মিডফিল্ডার সেখ মোর্সালিন, মোজিবুর রহমান জনি এবং ফরোয়ার্ড রকিব হোসেনদের ওপর ভরসা থাকবে স্প্যানিশ কোচ হাভিয়ে কাবরেরা-র, যিনি ২০১৩-১৫-য় স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় ছিলেন সহকারী কোচ হিসেবে।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ একটিমাত্র ম্যাচ ড্র করতে পারে এবং অস্ট্রেলিয়া ও প্যালেস্টাইনের বিরুদ্ধে বড় হারের মুখোমুখি হয়। গত বছর সেপ্টেম্বরে ভূটানের বিরুদ্ধে একটি ম্যাচে জেতে ও একটিতে হারে এবং মলদ্বীপের বিরুদ্ধেও একই ফল হয়। এই মলদ্বীপকেই সদ্য হারিয়েছে ভারত। দলটার মধ্যে ১১জন খেলোয়াড়ই তাদের এক নম্বর ক্লাব বসুন্ধরা কিংসে খেলেন। ফলে তাদের মধ্যে বোঝাপড়া থাকার সম্ভবনা যথেষ্ট।
অন্য দিকে, মানোলো মার্কেজ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বুধবারের ম্যাচের আগে পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পায়নি ভারতীয় দল। জয়ের খরা অবশ্য তার অনেক আগে থেকেই চলছিল। সেপ্টেম্বরে আইএসএল শুরুর আগে ঘরের মাঠে সিরিয়ার কাছে তিন গোলে হারে মার্কেজের ভারত। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। নভেম্বরে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ ড্র হয়।
২০২৩-এর নভেম্বরে কুয়েতের বিরুদ্ধে জয়ের পর থেকে এক ডজন ম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। গত বুধবার মলদ্বীপের বিরুদ্ধে সেই ১৬ মাসের খরা কাটিয়ে জয়ে ফেরে তারা। সে দিন দাপুটে ফুটবল খেলে বিশ্বের ১৬২ নম্বর মলদ্বীপকে ৩-০-য় হারায় ভারত। তিনটি গোলই আসে হেড থেকে। তার মধ্যে দু’টি আসে কর্নার থেকে। প্রথমটি দেন রাহুল ভেকে এবং পরেরটি আসে লিস্টন কোলাসোর মাথা থেকে। শেষ গোলটি করেন সুনীল ছেত্রী।
লালিয়ানজুয়ালা ছাঙতের চোট। ক্লাবের ম্যাচে চোট পাওয়ার ফলে তিনি শিলংয়ে জাতীয় শিবিরে যোগ দিতেই পারেননি। চোট পেয়ে ছিটকে গিয়েছেন মনবীর সিংও। তাই অবসর ভেঙে সুনীল ছেত্রীর ভারতীয় দলে প্রত্যাবর্তনই এই মুহূর্তে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত বদলে আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসেছেন তিনি এবং তাঁর দ্বিতীয় অভিষেকে একটি গোলও করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শেষ সাতটি গোলের মধ্যে ছ’টি গোলই করেছেন সুনীল। তাই এই ম্যাচে তাঁকে আটকানোর জন্য মরিয়া হয়ে উঠবেন হামজা চৌধুরি, তপু বর্মনরা।
সুনীলের সঙ্গে ইরফান ইয়াডওয়াড, ফারুখ চৌধুরি, ব্রাইসন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসোরা রয়েছেন ভারতীয় দলের আক্রমণ বিভাগে। তাঁদের কী ভাবে ব্যবহার করবেন মার্কেজ, সেটাই দেখার। তবে ঘরের মাঠে সদ্য জয়ে ফেরার জেরে যে আত্মবিশ্বাস পেয়েছেন ভারতীয় ফুটবলাররা, তাকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক ফুটবলই খেলবে তারা, এমনই আশা করা যায়।

নানান খবর

আগুনে বোলিংয়ে চার উইকেট, তবুও বেজায় চটলেন হ্যারিস রউফ, কিন্তু কেন?

ধোনি করেন অবিচার, কিন্তু বাংলার ক্রিকেটারের জন্য নিজের জায়গা ছেড়ে দেন তারকা ক্রিকেটার, জেনে নিন ভারতের সাজঘরের অজানা গল্প

ধোনি করেন অবিচার, কিন্তু বাংলার ক্রিকেটারের জন্য নিজের জায়গা ছেড়ে দেন তারকা ক্রিকেটার, জেনে নিন ভারতের সাজঘরের অজানা গল্প

ভারতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হচ্ছে সামির, কিছুতেই আগের ছন্দ পাচ্ছেন না

১২ বলে ১১ ছক্কা, যুবি-শাস্ত্রী মারতে পারলে খুশি হতেন, অখ্যাত নিজার হয়ে উঠলেন নায়ক, দেখুন সেই আগুনে ইনিংস

১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে জয়, অভিষেকে আশা জাগালেন খালিদ

শেষ আট থেকে বিদায়, বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট খেলছিলেন, তার মধ্যেই উঠল ডাকাতির অভিযোগ, ম্যাচের মাঝেই গ্রেপ্তার ক্রিকেটার

চিন্তা বাড়াচ্ছে রক্ষণ, একক দক্ষতায় হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত, এশিয়া কাপ হকিতে চিনকে হারাল ভারত

কালীঘাটকে উড়িয়ে সুপার সিক্সে লাল হলুদ

দুর্গাপুজোর আগেই নয়া চমক, বাজারে নয়া পোশাকের ব্র্যান্ড আনছেন সৌরভ, কী কী থাকছে তালিকায়?

ভারতের সুন্দরীর প্রেমে মজে ডিভোর্স দিয়েছিলেন প্রথম স্ত্রীকে, এই পাক ক্রিকেটার একইসঙ্গে বিখ্যাত ও বিতর্কিত

'তোমার জন্য অনেকের জীবন সহজ হয়েছে', পূজারার বিরাট মন্তব্য, কার উদ্দেশে বললেন?

ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন সাত বছর আগেই, তারকা ক্রিকেটার সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন জাতীয় দলের প্রাক্তন বোলিং কোচ, কীভাবে বদলে গেলেন তিনি?

রাত জাগা শুরু, গ্রুপ লিগেই পরপর বড় ম্যাচ, বার্সোলোনার বিরুদ্ধে শক্তিশালী পিএসজি, মাদ্রিদ মুখোমুখি হবে সিটি-লিভারপুলের

'হোটেলে যাবি?', ভরা ক্লাসরুমেই ৭ বছরের ছাত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চোখরাঙানি শিক্ষকের! শেষমেশ যা হল

মেট্রো রুটে ফের সঙ্কট! চিংড়িঘাটা আন্ডারপাসের জন্য জোর, নয়তো এই স্টেশনে দাঁড়াবেই না কমলা লাইনের মেট্রো

ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব... পুরস্কারের তালিকায় কী নেই! একদিনেই ৭০০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা এই রাজ্যে

আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, বাস্তবে তাই হল, এজেন্সির নাম করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের অভিযোগ, বর্ধমানে গ্রেপ্তার ১

হঠাৎ বুকে ব্যথা, রোগী দেখতে দেখতেই মেঝেতে লুটিয়ে পড়লেন, সকলের চোখের সামনে কার্ডিয়াক সার্জনের চরম পরিণতি

শুধু আখরোট খেলেই হবে না! জানতে হবে সঠিক নিয়ম, শরীর পাবে হাজার উপকার, রইল তালিকা

স্বচ্ছ ভারত অভিযানের আগে, গুজরাটের এই মহারাজা বাড়িতে শৌচলয় তৈরির জন্য গ্রামবাসীদের অর্থ দিয়েছিলেন

বাংলা ভাষাভাষীদের আটক প্রসঙ্গে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বের সবচেয়ে দামি কাঠের ১০ গ্রামের দাম এক কেজি সোনার চেয়েও বেশি, কোথায় পাওয়া যায় এই দূর্মূল্য কাঠ

প্রসবের পর বাড়তি ওজন ঝরাতে গিয়ে নাজেহাল! ৫ টিপসেই মুশকিল আসান, রইল বিশেষজ্ঞের টিপস

দেশজুড়ে সাইবার প্রতারণার বিরাট ছক বানচাল, উদ্ধার গাদা গাদা মোবাইল ফোনের সিম

বৃষ্টিতে শুধু মাথা বাঁচানো নয়, ছাতার ফ্যাশনে এখন পরিবেশ রক্ষা থেকে প্রযুক্তির রমরমা! রইল ট্রেন্ডিং ছাতার সাতসতেরো

হঠাৎ বুক ধড়ফড়, শ্বাস নিতে কষ্ট? হার্ট অ্যাটাক নয়, এই মারাত্মক রোগের শিকার হতে পারেন আপনি

মহারাষ্ট্রের ভোটার মার্ভেলের খলনায়ক থ্যানোস! নাম পাল্টে হয়েছেন মহম্মদ ইব্রাহিম, ভিডিও শেয়ার করে দেখালেন রাহুল

খুশকির শ্যাম্পুতেই কমতে পারে মুখের ব্রণ? কোন ক্ষেত্রে এমন হতে পারে? জানলে মিলতে পারে রেহাই

মহাজোট জিতলে তিনিই মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধীর সামনেই একতরফা ঘোষণা তেজস্বীর!

ঠিক যেন 'জব উই মেট', প্রেমিকের জন্য পালিয়ে গিয়েছিলেন তরুণী, ফিরলেন অন্য যুবকের গলায় মালা পরিয়ে!

অসমে দমননীতির নতুন অধ্যায়: সাংবাদিক থেকে সংখ্যালঘু, সবাই নিশানায়

বাংলায় নতুন ‘রঘু ডাকাত’, পঞ্চায়েত প্রধানকে খুন করা হবে আগাম জানিয়ে বাড়ির সামনে রেখে গেল চিঠি এবং বোমা

প্রাক্তন বিয়ে করে নেন কাছের বান্ধবীকে! প্রেম ভাঙার পর তারার জীবনে নতুন বসন্ত, নায়িকার প্রেমিকটি কে

মিলনে অতিরিক্ত রোমাঞ্চ ডেকে আনতে পারে বিপদ! এই তিন রকম পজিশনে মটকে যেতে পারে আপনার পুরুষাঙ্গ

ব্যক্তিগত আয়করের দাপট, কর্পোরেট করকে ছাড়িয়ে গেল ইতিহাসে প্রথমবার

গলা টিপে ধরেছিল বাবা, জোর করে মুখে কীটনাশক দিয়ে নিজের মেয়েকেই শেষ করল! আসল কারণ জেনে পুলিশের মাথায় হাত

বাবা-মায়ের মৃত্যুর পর ট্যাক্স ফাইলিং কি প্রয়োজনীয়? কীভাবে জানাবেন রিফান্ডের দাবি?