আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের এল ক্লাসিকোতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্পিনের ভেলকি দেখিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন তারকা ভিগনেশ পুত্থুর। মুম্বই হেরে গেলেও গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে একসময় সিএসকে-কে বেশ চাপে ফেলে দিয়েছিলেন তিনি। রোহিত শর্মার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ভিগনেশ ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন। ম্যাচের পরে, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে এসে ভিগনেশের সঙ্গে কথা বলেন এবং তার কাঁধে হাত রেখে অভিবাদন জানান।
সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখানেই শেষ নয়, দলের কর্ণধার নীতা অম্বানির থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। দুর্দান্ত বোলিং করে ‘সেরা বোলারের’ খেতাব পেয়েছেন তিনি। এছাড়াও, কেরলের এই প্রতিভাবান স্পিনারের জার্সিতে একটি বিশেষ পিন পরিয়ে দেন নীতা। ভিগনেশ জানান, ‘মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য।
কোনওদিন ভাবিনি এত বড় খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারব। ম্যাচটা জিততেও পারতাম, তবে সূর্যকুমার যাদব আমাকে অনেক সমর্থন করেছেন। আমি গোটা ম্যাচে চাপও অনুভব করিনি’। কেরালার মালাপ্পুরামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ভিগনেশ এখনও কেরলের সিনিয়র দলে খেলেননি। তবে কেরালা ক্রিকেট লিগে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ আফ্রিকার ফ্যাঞ্চাইজি লিগে এমআই কেপটাউনের নেট বোলার হিসেবেও কাজ করেছেন তিনি।
