শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২১ মার্চ ২০২৫ ১৯ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাটায় তখন ঠিক ছটা। সাদা কভারে মুড়ে ফেলা হল ইডেনকে। শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি। প্র্যাকটিসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগেই অশনি সংকেত। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। শনিবার সন্ধেয় বৃষ্টির ভ্রুকুটি থেকে কেকেআর-আরসিবি ম্যাচ রেহাই পাবে কিনা বলা কঠিন। তবে প্র্যাকটিসে বাধা সাঁধে বৃষ্টি। খুব বেশি হলে হয়তো ঘণ্টাখানেক অনুশীলন করতে পারেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। ক্লাবহাউজের ডানদিকে প্র্যাকটিস করছিল কেকেআর। বাঁ প্রান্তে আরসিবি। প্রথমে পিচ ঢাকা হয়। তারপর ধীরে ধীরে গোটা মাঠ ঢেকে ফেলা হয়। প্রথমে মাঠ ছাড়েন আরসিবির ক্রিকেটাররা। তখনও প্র্যাকটিস করছিলেন রাহানে, রাসেলরা। কিন্তু বৃষ্টি শুরু হতেই মাঠ ছাড়ে কেকেআর দলও।
প্রস্তুতিতে তুলির শেষ টান দিতে শুক্রবার বিকেলে ইডেনে হাজির হয় কেকেআর এবং আরসিবি। বিকেল পৌনে পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর প্র্যাকটিস। কিন্তু চারটেয় চলে আসেন বিরাট কোহলি। আগের দিনের মতো এদিনও প্রিয় তারকাকে দেখার জন্য ইডেনের বাইরে ভিড় জমে। কিন্তু কিং কোহলি প্রতিক্রিয়াহীন। সটান নেমে যান মাঠে। সবার আগে নেটে। বোধহয় বৃষ্টির আভাস পেয়েছিলেন। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকায়, কোনও সময় নষ্ট করেনি। মাঠের প্রধান পিচের পাশের নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেন। তারপর সবার আগেই মাঠ ছাড়েন। বৃষ্টি শুরু হওয়ার সময় মাঠে ছিলেন না তারকা ক্রিকেটার।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার ইডেনে আইপিএলের টিকিটের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ক্রিকেট ভক্তদের মাথায় হাত। এত টাকা দিয়ে টিকিট কাটার পরও খেলা দেখার সৌভাগ্য হবে কি? সবার মনে এই প্রশ্নই ঘুরছে। তবে বিষয়টা আইপিএল বলে, খেলা হওয়ার সম্ভাবনা থাকছে। পরিস্থিতি অনুযায়ী ওভার কমিয়েও ম্যাচ করার চেষ্টা করা হবে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'বৃষ্টি থামার পর ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে পারব।' প্রায় রাত বারোটা পর্যন্ত ডেডলাইন থাকে। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। সুতরাং, হালকা বৃষ্টি হলে ম্যাচ করতে সমস্যা হবে না।
নানান খবর

নানান খবর

নেহরার 'সিক্রেট সিগন্যাল'এ বাজিমাত সিরাজ-প্রসিদ্ধের? ভাইরাল ভিডিও

আইপিএল জিততে হলে কী করতে হবে কোহলিদের? বাতলে দিলেন প্রাক্তন তারকা

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

'এত কোহলির কাছেও নেই', মজার ছলে সূর্যবংশীকে ট্রোল সতীর্থের

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের