আজকাল ওয়েবডেস্ক: কলকাতা থেকে সরে যেতে পারে কেকেআর-লখনউ ম্যাচ। শোনা যাচ্ছে, ম্যাচটা গুয়াহাটিতে হতে পারে। ৬ এপ্রিল ম্যাচটা ইডেনে হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাম নবমীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব হবে না। মঙ্গলবার এই বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে আলোচনায় বসেন সিএবির কর্তারা। কিন্তু কোনও সুরাহা হয়নি। সেই অনুযায়ী বোর্ডকে জানিয়ে দেয় সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ম্যাচের দিন বদলানোর আবেদন জানানো হয়। তারপর থেকেই প্রশ্ন ওঠে ম্যাচ আয়োজন ঘিরে। প্রথমে শোনা গিয়েছিল, ম্যাচের তারিখ বদলে যেতে পারে। কিন্তু এবার শোনা যাচ্ছে, ইডেন থেকে ম্যাচটা সরিয়ে দেওয়া হতে পারে। একই দিন ম্যাচ করতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ভেন্যু বদলের কথা ভাবা হচ্ছে।
প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে গুয়াহাটির নাম। সেখানে হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আগের বছরও রাম নবমীর দিন কলকাতায় কেকেআরের ম্যাচ পড়েছিল। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের দিন পরিবর্তন করা হয়। আপাতত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে ইডেন। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগে ৩৫ মিনিটের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান। থাকবেন বলিউডের তারকারা।
