শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ মার্চ ২০২৫ ১৪ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যাই বলে থাকুক না কেন, গত কয়েকদশকের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান, অবস্থান, কার্যকলাপ বিশ্বের কাছে বিষ্ময়। দেশে- বিদেশে তাঁকে নিয়ে আলোচনা, আলোচনা তাঁর সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়েও। কোথাও প্রশস্তি, কথাও পুরস্কার। তাঁকে বিদেশ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। এবার ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আর গত কয়েকদিনে তা নিয়েই জোর চর্চা। চর্চা বিরোধী দলের নেতাদের কথায়, সোশ্যাল মিডিয়া পোস্টে। কীরকম তা? বিরোধী রাজনৈতিক দলের নেতারা গত কয়েকদিনে নানাভাবে প্রমাণ করতে চেয়েছেন মমতাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ নিজের বক্তব্য রাখবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই প্রসঙ্গে আবার ইমেলও করা হয়েছিল। অন্যদিকে কেন কলেজ থেকে আমন্ত্রণের বিষয়টি অক্সফোর্ডের ক্ষেত্রে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ বলা হচ্ছে, বিষয়টি পরিস্কার করতে ময়দানে নামেন তৃণমূলের নেতা নেত্রীরা। অনেকেই নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, শশী তারুর কিংবা বাম জমানায় কোনও নেতা মন্ত্রী বিদেশে বক্তৃতার ডাক পেলে এমন গেল গেল রব তুলতেন কি কেউ? তাহলে মমতার বেলায় কেন বিরোধী শিবিরে এমন হাহাকার?
এতদিন এই বিষয়ে একটি কথাও বলেননি খোদ মমতা। তবে যাওয়ার আগে, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সোজা উত্তর দিলেন। যেমন শুরুতেই জানালেন ঐতিহ্য, রাজনীতি-সহ একাধিক বিষয়ে ব্রিটেনের সঙ্গে বহু ক্ষেত্রেই মিল রয়েছে বাংলার। মনে করান, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব সকলের, তেমনই গত কয়েকদিনের চর্চার উত্তর দেন মমতা।
বলেন, ‘আমাদের কোনও নেতা দেশের বাইরে গেলে আমরা তাঁদের অপদস্থ করি না। কিন্তু দুর্ভাগ্য, এখানে গণশত্রু রয়েছে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইমেলে নোংরা খেলা খেলে।‘ মমতা বলেন, বিদেশে মেল করে বাংলাকে খারাপ বলা, তঁকে ব্যক্তিগত আক্রমণে আপত্তি নেই, কিন্তু বাংলাকে আক্রমণ কেন?
একেবারে আঘাত করেন গোড়ার কথায়। যেখানে তাঁকে নিয়ে তীব্র আলোচনা, মনে করান তিনি ডিগ্রি উল্লেখ করেন না নামের আগে, পড়াশোনা করেছেন বাংলা মাধ্যমে। কিন্তু শিক্ষা মানবিকতার জন্য, তাতে অন্যকে অপদস্থ করার লাইসেন্স পেয়ে যায় না অপরপক্ষ। শুধু বক্তৃতার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিলেন না, রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দিলেন, তাঁর দল এই নোংরা খেলা খেলে না ঠিকই, কিন্তু প্রায় সব জায়গায় তাঁদের পরিচিত লোকজন রয়েছেন ছড়িয়ে। সুতরাং, তাঁর সঙ্গে যে বিস্তর কুৎসা হল, তাঁর দল চাইলেই বিরোধী দলের নেতা নেত্রীদের ক্ষেত্রে একই বিষয় ঘটাতেই পারে।
নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪