মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘ঈর্ষার কোনও ওষুধ হয় না’, লন্ডন সফরের আগে বিরোধীদের কুৎসার উত্তর দিলেন মমতা

Riya Patra | ২০ মার্চ ২০২৫ ১৪ : ৫৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যাই বলে থাকুক না কেন, গত কয়েকদশকের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান, অবস্থান, কার্যকলাপ বিশ্বের কাছে বিষ্ময়। দেশে- বিদেশে তাঁকে নিয়ে আলোচনা, আলোচনা তাঁর সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়েও। কোথাও প্রশস্তি, কথাও পুরস্কার। তাঁকে বিদেশ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। এবার ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

আর গত কয়েকদিনে তা নিয়েই জোর চর্চা। চর্চা বিরোধী দলের নেতাদের কথায়, সোশ্যাল মিডিয়া পোস্টে। কীরকম তা? বিরোধী রাজনৈতিক দলের নেতারা গত কয়েকদিনে নানাভাবে প্রমাণ করতে চেয়েছেন মমতাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ নিজের বক্তব্য রাখবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই প্রসঙ্গে আবার ইমেলও করা হয়েছিল। অন্যদিকে কেন কলেজ থেকে আমন্ত্রণের বিষয়টি অক্সফোর্ডের ক্ষেত্রে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ বলা হচ্ছে, বিষয়টি পরিস্কার করতে ময়দানে নামেন তৃণমূলের নেতা নেত্রীরা। অনেকেই নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, শশী তারুর কিংবা বাম জমানায় কোনও নেতা মন্ত্রী বিদেশে বক্তৃতার ডাক পেলে এমন গেল গেল রব তুলতেন কি কেউ? তাহলে মমতার বেলায় কেন বিরোধী শিবিরে এমন হাহাকার? 

এতদিন এই বিষয়ে একটি কথাও বলেননি খোদ মমতা। তবে যাওয়ার আগে, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সোজা উত্তর দিলেন। যেমন শুরুতেই জানালেন ঐতিহ্য, রাজনীতি-সহ একাধিক বিষয়ে ব্রিটেনের সঙ্গে বহু ক্ষেত্রেই মিল রয়েছে বাংলার। মনে করান, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব সকলের, তেমনই গত কয়েকদিনের চর্চার উত্তর দেন মমতা।


বলেন, ‘আমাদের কোনও নেতা দেশের বাইরে গেলে আমরা তাঁদের অপদস্থ করি না। কিন্তু দুর্ভাগ্য, এখানে গণশত্রু রয়েছে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইমেলে নোংরা খেলা খেলে।‘ মমতা বলেন, বিদেশে মেল করে বাংলাকে খারাপ বলা, তঁকে ব্যক্তিগত আক্রমণে আপত্তি নেই, কিন্তু বাংলাকে আক্রমণ কেন? 

একেবারে আঘাত করেন গোড়ার কথায়। যেখানে তাঁকে নিয়ে তীব্র আলোচনা, মনে করান তিনি ডিগ্রি উল্লেখ করেন না নামের আগে, পড়াশোনা করেছেন বাংলা মাধ্যমে। কিন্তু শিক্ষা মানবিকতার জন্য, তাতে অন্যকে অপদস্থ করার লাইসেন্স পেয়ে যায় না অপরপক্ষ। শুধু বক্তৃতার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিলেন না, রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দিলেন, তাঁর দল এই নোংরা খেলা খেলে না ঠিকই, কিন্তু প্রায় সব জায়গায় তাঁদের পরিচিত লোকজন রয়েছেন ছড়িয়ে। সুতরাং, তাঁর সঙ্গে যে বিস্তর কুৎসা হল, তাঁর দল চাইলেই বিরোধী দলের নেতা নেত্রীদের ক্ষেত্রে একই বিষয় ঘটাতেই পারে।


Mamata Banerjee London London Tour Oxford

নানান খবর

নানান খবর

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

সোশ্যাল মিডিয়া