মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ মার্চ ২০২৫ ১৪ : ৪২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কত খবরই না প্রকাশ্যে আসে। এবার প্রকাশ্যে এল এমনই এক খবর। বিহারের এক মেয়ে বিজ্ঞান পড়তে এসেছিল। কিন্তু তাঁকে জোর করে কলা বিভাগে পড়তে বাধ্য করা হয়েছিল। শেষপর্যন্ত কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর আশার আলো দেখল সে।
ঠিক কী ঘটেছিল?
খুশবু কুমারীকে তাঁর বাবা মা বিজ্ঞান পড়তে দেননি। কারণ হিসেবে উঠে এসেছে লিঙ্গ বৈষম্য। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বি়জ্ঞান পড়ার স্বপ্ন শুধুমাত্র তিনি মেয়ে হওয়ার কারণে পূর্ণ হয়নি। লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বাড়িতে তাঁর এবং তাঁর ভাইয়ের মধ্যে লিঙ্গ বৈষম্য রয়েছে প্রবলভাবে। সেখানে জানিয়েছেন, ভাইদের পড়াশোনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু বোনেদের নেই। এমনকী বোনেদের পড়াশোনার জন্য একটি ফোনও দেওয়া হয় না। তাঁর মাকে তাঁকে সতর্ক করে জানান, যদি ৪০০ নম্বরের বেশি নম্বর পাওয়া যায় তাহলে তুমি বিজ্ঞান পড়তে পারবে অন্যথায় নয়। কিন্তু সেই চাহিদা তিনি পূর্ণ করতে পারেননি। তিনি মাত্র ৩৯৯ নম্বর পেয়েছেন। সঠিক নম্বর ছুঁতে মাত্র এক নম্বর বাকি ছিল তাতেও ছিঁড়ল না শিঁকে। এর ফলে তাঁকে কলা বিভাগে ভর্তি হতে হয়।
যদিও তাঁর বাবা-মা এও জানিয়েছেন, একাদশ শ্রেণীতে তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনার খরচ যোগাতে পারছিলেন না। তাঁদের অবশ্য যুক্তি আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁকে কলা বিভাগে ভর্তি করতে হয়েছিল। তাঁর অবশ্য আরও দাবি, যদি বিজ্ঞান বিভাগে ভর্তি করা হত তাহলে আরও বেশি টাকার প্রয়োজন হত।
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র উদ্যোগী হয়ে তাঁকে একটি ভাল কলেজে ভর্তির জন্য আশ্বাস দেন। পাটনার জেলা ম্যাজিস্ট্রেট উদ্যোগী হয়ে কুমারীর সঙ্গে একটি ভিডিও কলে ভালোভাবে পড়াশোনা করতে এবং বাবা-মায়ের বিরুদ্ধে কোনও ক্ষোভ না রাখার কথা বলেন। একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পড়াশোনার ব্যবস্থা করবেন। মন দিয়ে পড়াশোনা করো এবং বাবা-মায়ের বিরুদ্ধে কোনও অভিযোগ রেখো না। তাঁরা তাঁদের মতো করে সাধ্যমতো সমর্থন করার চেষ্টা করেছে। এ বিষয়ে মন্তব্য করেছেন, পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং। তিনি জানিয়েছেন, প্রশাসন নিশ্চিত করবে ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষে মেয়েটি জীববিজ্ঞান বিষয় নিয়ে যাতে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে সেই বিষয়টি প্রশাসন নিশ্চিত করবে।
নানান খবর
নানান খবর

যানবাহনের হর্নে সানাই-বাঁশি-তবলার সুর! আইন আনার ভাবনায় কেন্দ্র, ঘোষণা নীতিন গড়করির

ট্রাঙ্ক নড়ছে কেন? মাঝরাতে অদ্ভুতুড়ে শব্দ শুনেই বধূর ঘরে দেওর, খুলতেই উদ্ধার অর্ধনগ্ন যুবক

তিহাড় জেলে ইন্টার্নশিপ! আজব অভিজ্ঞতা একমাত্র মহিলা মনোবিদের, ভাইরাল পোস্ট

একটাই আমন্ত্রণ পত্র, এক মণ্ডপেই ৬ ভাই-বোনের বিয়ে! খরচ বাঁচাতে পরিবারের কাণ্ডে চোখ ছানাবড়া সকলের

চরম নির্যাতনে ছেড়ে চলে গিয়েছেন নয়জন স্ত্রী! চোর সন্দেহে দশম স্ত্রীকে পিটিয়ে খুনে অভিযুক্ত স্বামী!

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের