
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ের নেমসেক। দু'জনেই বেঙ্গালুরুর। দু'জনেই আত্মত্যাগী। ধীরে ধীরে কাজকর্মে, স্বভাবেও যেন তাঁরই মতো হয়ে উঠছেন কেএল রাহুল। ভরসার জায়গা ছিলেন সিনিয়র রাহুল। কোনও বাহ্যিক দেখনদারী ছিল না। লন্ডনে টেস্ট অভিষেকে তাঁর ৯৫ রান ঢাকা পড়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলির শতরানে। ভারতীয় ক্রিকেট সেদিন জন্ম দিয়েছিল দুই তারকার। একজন এসেছিলেন লাইমলাইটে, অন্যজন ছিলেন অন্তরালে। কিন্তু রাহুল ক্রিজে আছেন মানে, আশা আছে। জুনিয়র রাহুলও ভারতীয় ক্রিকেটে সেই জায়গাটাই দখল করে নিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ৭৬ রানে হয়তো ঢাকা পড়ে যাবে রাহুলের অপরাজিত ৩৪ রান। কিন্তু শেষপর্যন্ত ক্রিজে টিকে থেকে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। শুধু ফাইনাল নয়, সেমিফাইনালেও ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে জেতান। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির তিনজন নায়ককে বেছে নিতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে বাদ পড়বেন রাহুল। কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, পাঁচ ম্যাচের মধ্যে তিনটেতে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি। হলে হয়তো সেই ম্যাচেও তাঁর নামের পাশে নট আউট চিহ্ন থাকত।
বাংলাদেশ ম্যাচে ৪১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ করেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানে অপরাজিত। ফাইনালে ৩৪ রানে নট আউট। ছয় নম্বরে নেমে ১৪০ রান। ইংরেজিতে একটি কথা আছে, 'আনসাং হিরো।' বাংলায় তার তর্জমা করলে 'নীরব নায়ক' বলা যেতে পারে। কেএল তাই। শুধু ব্যাট হাতে নয়, অস্থায়ী উইকেটকিপার হিসেবে উইকেটের পেছনেও সমান পারদর্শী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্ট্যাম্প আউটও করেন। অথচ কোনও বাহ্যিক প্রকাশ নেই। রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর যখন সবাই সেলিব্রেশনে মত্ত, নাচানাচি করছে, তখনও মুখে হালকা হাসি নিয়ে সবার সঙ্গে হাত মেলাতে দেখা যায় রাহুলকে। কোনও উগ্রতা নেই উচ্ছ্বাসে। শুধু চোখেমুখে তৃপ্তি। মরুশহরের এই দৃশ্য মনে করিয়ে দিল প্রায় এক বছর আগের ঘটনা। সেদিন লখনউয়ের মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে ফ্র্যাঞ্চাইজির মালিকের লাঞ্ছনা সহ্য করেছিলেন। পরবর্তীতে মন্থর ব্যাটিং, স্লো রানরেটের অভিযোগে রাহুলকে রাখেনি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তারপরই নিজেকে ফিনিশারের ভূমিকায় তৈরি করা শুরু করেন।
জাতীয় দলে প্রতিযোগিতা কম ছিল না। ছিলেন মৃত্যুঞ্জয়ী ঋষভ পন্থ। যিনি স্পেশালিস্ট উইকেটকিপারের পাশাপাশি ম্যাচ উইনারও। স্বাভাবিকভাবেই শুরুতে দলের প্রথম চয়েস ছিলেন না রাহুল। কিন্তু পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে কোচ গৌতম গম্ভীরের মন জয় করেন। পন্থকে ব্যাকসিটে পাঠিয়ে সাদা বলের ক্রিকেটে হয়ে ওঠেন প্রথম উইকেটকিপার। অবশ্য ২০২৩ বিশ্বকাপেও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে উইকেটের পেছনে ছিলেন রাহুল। তবে তখন পন্থ ছিলেন না। জীবনের সঙ্গে লড়াই করছিলেন। তাই রাহুলের সামনে তেমন প্রতিযোগিতা ছিল না। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিত্র মোটেই তেমন ছিল না। ঋষভ ছাড়াও লড়াইয়ে ছিলেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ। সবাইকে হারিয়ে প্রথমে ১৫ জনের দলে জায়গা নিশ্চিত করেন। তারপর প্রথম একাদশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ম্যাচই খেলেন কেএল। প্রমাণ করেন, তাঁকে প্রথম উইকেটকিপার হিসেবে বেছে নিয়ে ভুল করেননি গুরু গম্ভীর। টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন না। সেই আক্ষেপ এদিন হয়তো কিছুটা মিটবে। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রাহুল। আইপিএল চলাকালীনই বাবা হবেন। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিঃসন্দেহে বড় পাওনা।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর