আজকাল ওয়েবডেস্ক: সোনার দামে সামান্য বদল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সামান্য কমল হলুদ ধাতুর দাম। ৭ মার্চ কলকাতায় হলমার্ক ২২ ক্যারাটের সোনার গহনার ১০ গ্রামের দাম হয়েছে ৮২,৩০০ টাকা। বৃহস্পতিবার যা ছিল ৮২,২৫০ টাকা। আবার খুচরো পাকা সোনার গহনার ২৪ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৮৬,৬০০ টাকা। যা বৃহস্পতিবার ছিল ৮৭,১০০ টাকা। অর্থাৎ গহনা সোনার দাম কমেছে।
 
 আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শুক্রবার হয়েছে ৮৬,১৫০ টাকা। বৃহস্পতিবার যা ছিল ৮৬,৬৫০ টাকা। এক্ষেত্রেও দাম কিছুটা কমেছে। 
 
 এদিকে, খুচরো রুপোর ১ কেজির দাম কলকাতায় শুক্রবার ৯৭,২০০ টাকা। যা ৬ মার্চ ছিল ৯৬,৬০০ টাকা। আবার রুপোর বাটের ১ কেজির দাম দাঁড়িয়েছে ৯৭,১০০ টাকা। যা বৃহস্পতিবার ছিল ৯৬,৫০০ টাকা। অর্থাৎ রুপোর দাম কিছুটা বেড়েছে।
 
 অন্যান্য মেট্রো শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮০,১৯০ টাকা। আবার ২৪ ক্যারাটের গহনা সোনার দাম হয়েছে ৮৭,৪৮০ টাকা।
 
 বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৮০,১৯০ টাকা। আর গহনা সোনার ২৪ ক্যারাটের দাম হল ৮৭,৪৮০ টাকা। 
 
 রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের হলমার্ক সোনার দাম ৮০,৩৪০ টাকা। আবার ২৪ ক্যারাটের গহনা সোনার দাম ৮৭,৬৩০ টাকা।
