শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃতীয় বর্ষে ছোটদের ছায়াছবি, উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

AD | ০৬ মার্চ ২০২৫ ১৯ : ২৬Abhijit Das


মিল্টন সেন, হুগলি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে, শিশু কিশোর এ্যাকাডেমি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে চন্দননগর পুর নিগমের সহযোগিতায় শুরু হল তৃতীয় বর্ষ ছোটদের ছায়াছবি। এদিন বিকেলে চন্দননগর রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দ্রনীল। উপস্থিত ছিলেন শিশু কিশোর অ্যাকাডেমির চেয়ারপারসন সাংসদ অর্পিত ঘোষ, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, জেলাশাসক মুক্তা আর্য, শিশু কিশোর অ্যাকাডেমির সচিব মন্দাক্রান্তা মহালনবিশ, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রদীপ্ত আচার্য্য প্রমুখ।এদিন সাংসদ অর্পিতা ঘোষ বলেছেন, ইন্দ্রনীল সেনের উদ্যোগ ছোটদের ছায়াছবি কলকাতা থেকে বেরিয়ে জেলায় এসেছে। এর জন্য ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ। ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল জানিয়েছেন, ছোটদের ছায়াছবির এই উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারের থিম ফ্যান্টাসি। বাংলা, হিন্দি, ইংরেজি মিলিয়ে ১০টি ছায়াছবি দেখানো হবে, তিনটি ভাষায়। প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা ছবিগুলি দেখতে পারবেন। চন্দননগরের প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের এই পাশ বিনামূল্যে দেওয়া হয়েছে। সোনার কেল্লা, হ্যারি পটার এ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, পাতালঘর, নার্নিয়া, হীরক রাজার দেশে, রিও টু সহ নানা ছোটদের ছায়াছবি দেখানো হবে। উৎসব চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

প্রত্যেক বারের মত এবারও ছোটদের ছায়াছবি অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের ধারণা রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কোনও পদ পেয়ে থাকেন সাধারণত সব সময় তিনি রাজনৈতিক কাজ করে থাকেন। সব কাজের সঙ্গে রাজনৈতিক যোগ থাকে। তবে ব্যতিক্রমী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করেন না। এই উদ্যোগ দেখলেই বোঝা যাবে এই ছোটদের ছায়াছবি যাদের জন্য, তাদের ভোটের সঙ্গে কোনও যোগ নেই। যারা ভোট দেয় না। ভোট পর্বে অংশ গ্রহণ করতে এখনও অনেকের পাঁচ সাত দশ বছর আরও সময় লাগবে। বৃহস্পতিবার চন্দননগর ছোটদের ছায়াছবি র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। মন্ত্রী আরও বলেছেন, কেউ বলতে পারবেন না আগামী দিনে চন্দননগর থেকে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, তপন সিনহার মতো কেউ বেরিয়ে আসবেন না। কারণ শিশু কিশোর এয়াকাডেমি আগামী দিনে চন্দননগরের শিশুদের চলচ্চিত্র তৈরি করার শিক্ষা দেবে। এই রাজ্য সমস্ত বয়সকেই গুরুত্ব দেয়। আট থেকে আশি সকলেই চন্দননগরের বাসিন্দা। তাই সারা বছর সকলের জন্যই নানা উৎসবের আয়োজন করা হয় থাকে। ছোটদের ছায়াছবির আয়োজন কারণ, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরাও যাতে একটু আনন্দ উপভোগ করতে পারে। প্রতিদিন তিনটে করে ছোটদের ছবি প্রদর্শন করা হবে। তিনি আশাবাদী ছাত্রছাত্রীরা তা মনখুলে উপভোগ করবে।

ছবি পার্থ রাহা।


Film FestivalMamata Banerjee

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া