রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২ : ০৭Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: ১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হন সইফ আলি খান। সেই রাতেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন পাঁচেক পর ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছিলেন, বিরাট বিপদ থেকে কয়েক চুলের জন্য বেঁচে গিয়েছেন সইফ। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে। বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নীচে দেহরক্ষীদের ঘেরাটোপে বীরদর্পে হাঁটতে দেখা গিয়েছিল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। সেই দেখে নেটপাড়ার একটি বড় অংশ প্রশ্ন তোলেন, আদৌ কি আহত হয়েছিলেন সইফ না কি গোটাটাই প্রচারে থাকার জন্য ছিল কোনও সস্তা ‘স্টান্ট’? এইবার এই নিয়ে মুখ খুললেন জয়দীপ অহলাওয়াট।
নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সইফের ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সেই কারণেই মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে সেই ঘটনার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সইফ। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। এই মুহূর্তে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এত বড় অস্ত্রোপচারের পর সইফের হাঁটাচলার প্রসঙ্গে জয়দীপ বললেন, “আমি জানি, সইফ আহত। ওঁর সব ক্ষতের দাগ নিজের চোখে দেখেছি।” এত সব কিছু হওয়া সত্বেও সইফ যেভাবে নিজের পেশাদারিত্ব দেখিয়েছেন, তাতে মুগ্ধ জয়দীপ –“যেভাবে উনি কাজের জগতে ফিরে এসেছেন তাতে ওঁকে কুর্নিশ জানাই। নিজের কাজকে কী করে সবকিছুর আগে রাখতে হয়, দেখিয়ে দিলেন সইফ।”
সইফের পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চোখ এড়ায়নি বলি-তারকার বাঁ হাত মোড়া ব্যান্ডেজের পাশাপাশি তাঁর ঘাড়ের উপরে আড়াআড়ি ভাবে লম্বা ক্ষতচিহ্নের উপর লেগে থাকা ছোট ছোট ব্যান্ড-এইড। বলি-অভিনেতার কানের সামান্য নীচ থেকে গলা ছাড়িয়ে যাওয়া ওই ক্ষতচিহ্নের মূলে যে রয়েছে ধারালো অস্ত্র, তা এক ঝলকেই স্পষ্ট। এবং তা দেখেই মন গলেছে নেটিজেনদের। এক বাক্যে তাঁরা মেনে নিয়েছেন, স্রেফ কোনও ছবির প্রচারের জন্য ‘এইসব’ হতে পারে না। এই ক্ষত পুরোপুরি 'রিয়েল'! অন্যদিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।
সেদিনের অনুষ্ঠানে সইফ উপস্থিত দর্শকের উদ্দেশ্যে উদাত্ত গলায় বলে উঠেছিলেন, “আপনাদের সামনে হাজির হতে পেরে ভীষণ খুশি আমি। সত্যিই খুব ভাল লাগছে। আমি অনেকদিন ধরেই এই ধরনের একটা ছবি করতে চাইছিলাম। শেষমেশ তা করলাম এবং উপরি পাওয়না জয়দীপের মতো একজন সহ-অভিনেতার সঙ্গে কাজ করা।”
নানান খবর

নানান খবর

আমিরের ‘চীন চীনে’ ভালবাসা, মার্ভেলের ‘সুপারহিরো’ অভিনেত্রীকে ধার করে বলিউডকে কীভাবে দুষলেন বিক্রান্ত?

আসিনের কেরিয়ার ‘শেষ’ করেছিলেন অক্ষয়! কীভাবে? মুখ খুললেন অভিনেত্রীর স্বামী

নায়ক নয়, এবার খলনায়ক ‘খিলাড়ি’! অক্ষয়-সইফের রুদ্ধশ্বাস লড়াইয়ে শিউরে উঠবে বলিউড

'শাক্য-আরশি'র গোপন ফুটেজ ফাঁস! কার চক্রান্তে সর্বনাশ হতে চলেছে নবদম্পতির?

শুভমন এখন অতীত, এই বলি অভিনেতাকে মন দিয়েছেন সারা তেন্ডুলকর! চেনেন তাঁকে?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!