
শনিবার ২৪ মে ২০২৫
মোহনবাগান - ৪ (শুভাশিস -২, মনবীর-২)
মহমেডান - ০
সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের ২৪ ঘণ্টা আগে অলআউট ঝাঁপানোর হুঙ্কার দিয়েছিলেন মেহরাজ। কিন্তু উলাট-পুরান। পুরোপুরি একতরফা ম্যাচ। যুবভারতীতে গোলের বন্যা। মহমেডানকে উড়িয়ে দিল মোহনবাগান। শনিবাসরীয় রাতে ৪-০ গোলে জয় হোসে মোলিনার দলের। জোড়া গোল শুভাশিস বসু এবং মনবীর সিংয়ের। ছয় গোল করে চলতি আইএসএলে সবুজ মেরুনের সর্বোচ্চ গোলদাতা বাগান অধিনায়ক। ডিফেন্ডারদের মোট ১৫ গোল। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের দিকে আরও এক পা বাড়াল মোহনবাগান। দু'ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩। পরের দুটো ম্যাচ গোয়া জিতলেও চার পয়েন্টের ব্যবধান থাকবে। অর্থাৎ, আগামী বুধবার ঘরের মাঠে পাঞ্জাবকে হারাতে পারলেই লিগ শিল্ড অনেকটাই নিশ্চিত করে ফেলবে সবুজ মেরুন। শুভাশিস, মনবীর জোড়া গোল করলেও শনি রাতে ম্যাচের রিংমাস্টার জেসন কামিন্স। সাধারণত বক্স টু বক্স স্ট্রাইকার। কিন্তু তাঁকে বল প্লেয়ার বানিয়ে ফেলেছেন মোলিনা। এদিন গোটা মাঠ জুড়ে খেলেন। নজর কাড়েন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। চারটে গোলের মধ্যে তিনটে অ্যাসিস্ট কামিন্সের। খাতায় কলমে অসম লড়াই ছিলই। মাঠেও তার প্রতিফলন। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল বাগান। এদিন আরও দাপুটে ফুটবল।
প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। বিরতিতে মোহনবাগানের পক্ষে স্কোরলাইন ৩-০। ৪৩ মিনিটে তিন গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। দলে তিনটে পরিবর্তন করেন মোলিনা। প্রথম একাদশে ফেরেন জেসন কামিন্স, আশিস রাই এবং সাহাল আব্দুল সামাদ। সামনে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান বাগান কোচ। কিন্তু নীচে নেমেও খেলতে দেখা যায় কামিন্সকে। অন্যদিকে ৪-৩-৩ ছকে দল সাজান মেহরাজউদ্দিন ওয়াডু। কিন্তু দুই দলে আকাশ পাতাল পার্থক্য। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। লিস্টনের কর্নার মনবীর, কামিন্স, ম্যাকলারেনের পা ঘুরে পান দীপেন্দু বিশ্বাস। তাঁর পাস বাঁ পায়ে রিসিভ করে ডান পায়ের শটে গোল শুভাশিসের। আট মিনিটের মধ্যে ২-০। কামিন্সের কর্নার থেকে হেডে গোল মনবীরের। প্রথমার্ধে মাত্র একটা সুযোগ মহমেডানের। সাধারণত মাঝমাঠেই বল ঘোরাফেরা করে।
বিরতির আগেই তৃতীয় গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বাগান। ম্যাচের ৪৩ মিনিটে ৩-০। কামিন্সের ফ্রিকিকে ব্যাকহিল ম্যাকলারেনের। বাঁ পায়ের শটে নিখুঁত ফিনিশ শুভাশিসের। গোল বাঁচানোর পাশাপাশি গোল করায় পটু হয়ে উঠেছেন মোহনবাগান অধিনায়ক। বিরতির ঠিক আগে প্রথমার্ধের একমাত্র সুযোগ সাদা কালো ব্রিগেডের। কাসিমভের কর্নার থেকে মনবীরের হেড বাঁচান বিশাল কাইত। প্রথম ৪৫ মিনিট কার্যত কোনও কাজই ছিল না বাগান গোলকিপারের। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজেদের পায়ে কুরুল মারে মহমেডান। টম অ্যালড্রেডকে ফাউল করেন কাসিমভ। বাগানের ডিফেন্ডার পড়ে যাওয়ার পর আবার পা চালান উজবেকিস্তনের মিডিও। ম্যাচের ৪৯ মিনিটে সরাসরি লালকার্ড দেখাতে দ্বিধা করেনি রেফারি আদিত্য পুরকায়স্থ। বাকি ৪১ মিনিট দশজনের মহমেডানকে পেয়েও গোল সংখ্যা খুব বেশি বাড়াতে পারেনি সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে একমাত্র গোল মনবীরের। ম্যাচের ৫৩ মিনিটে কামিন্সের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল পাঞ্জাব তনয়ের। গোল সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু পরিবর্ত ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের বাঁ পায়ের শট ক্রসপিসে লাগে। দ্বিতীয়ার্ধে কয়েকটা হাফ চান্স তৈরি হলেও ব্যবধান কমাতে পারেনি মহমেডান।
ছবি অভিষেক চক্রবর্তী
টেস্টের নতুন নেতা গিল, বাদ পড়লেন সামি, ইংল্যান্ড সিরিজের দল ঘোষিত
ইংল্যান্ডে সব টেস্ট খেলতে পারবেন না, বোর্ডকে জানিয়ে দিলেন এই পেসার
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের