শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ১০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: হামলার পর কেটে গিয়ে গোটা একটি দিন। এখন কেমন আছেন সইফ আলি খান? মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে রয়েছেন সইফ আলি খান। গতকালই চিকিৎসকেরা জানিয়েছেন তিনি বিপদসীমার বাইরে। আগের থেকে তাঁর শারীরিক অবস্থা ভাল। এদিন সংবাদমাধ্যমকে হাসপাতালের চিকিৎসকদের প্যানেলের তরফে বলা হল –“এখন সইফ আগের থেকে অনেকটাই ভাল আছেন। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। আমরা সইফকে ধরে ধরে হাঁটিয়েছি, উনি ভালভাবেই হাঁটলেন... ওঁর শরীরের বর্তমানে যা অবস্থা, ক্ষতের যা অবস্থা সব দেখেশুনে এটুকু বলতে পারি আইসিইউ থেকে তাঁকে সরানো যেতে পারে। তবে হ্যাঁ, অনেক সাবধানে থাকতে হবে ওঁকে। এইমুহূর্তে সইফের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং আগামী এক সপ্তাহ ওঁকে হাঁটাচলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে সইফের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।” তবে বলি-তারকা হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে।
গতকাল সন্ধ্যায় পুলিশি তদন্তের সময় সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছিল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল তার ছবি! তারপর থেকেই গোটা মুম্বই জুড়ে প্রায় চিরুনিতল্লাশি শুরু করেছিল মুম্বই পুলিশ। এখনও গোটা অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল সইফের উপর হামলার অন্যতম আততায়ী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক!
বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা দুষ্কৃতীর। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। বৃহস্পতিবারই সইফের চিকিৎসক বলেছিলেন, "অস্ত্রোপচারের মাধ্যমে শিরদাঁড়া থেকে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ঘাড়ে ক্ষত ছিল ১০ সেন্টিমিটারের! ” জানান, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সইফকে। তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত।"
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বৃহস্পতিবার বলেছিলেন, “শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। ঘরে ক্ষত রয়েছে ১০ সেন্টিমিটারের! অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ”
নানান খবর

নানান খবর

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

অজয় দেবগণের হাতে মার খাবেন, ভেবেছিলেন হানি সিং! কিন্তু ‘সিংহম’ যা করলেন যেটা কেউ ভাবেনি…

আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের চরিত্রে বিক্রান্ত! শ্রীশ্রী-র জীবনের কোন অজানা অধ্যায় তুলে ধরবে ‘হোয়াইট’?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়