শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৫ জানুয়ারী ২০২৫ ২০ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ নাগরিক স্নেহা। সম্প্রতি জন্মদাত্রী মাকে খুঁজতে সুদূর স্পেন থেকে ভারতে এসেছেন ২১ বছরের এই কিশোরী। আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। স্নেহা ও তাঁর ভাইকে ছেড়ে তাঁদের অন্যত্র চলে যান। এরপর তাঁদের দু'জনকে দত্তর নেন স্প্যানিশ দম্পতি। সে দেশেই তাঁদের বেড়ে ওঠা, পড়াশুনো। কিন্তু, তাঁদের জন্মদাত্রী মা কে? এই প্রশ্ন সবসময় ওই কিশোরীর মনে উঁকি মারে। শিকড়ের খোঁজে তাই স্নেহা ও তাঁর ভাই সমুর এবার এ দেশে আসা।
হন্যে হয়ে খুঁজছেন নিজের জন্মদাত্রীকে। স্নেহা-সমু কী তাঁদের গর্ভধারিনীকে খুঁজে পেলেন?
স্পেনে শিশুদের নিয়ে গবেষণা করছেন স্নেহা। সেকান থেকেই তাঁর নিজের জন্মদাত্রী মা-কে খুঁজে বার করার আগ্রহ। এ কাজে এই ভাই-বোনকে সহায়তা করছেন তাঁদের পালক বাবা-মা গেমা ভিদাল ও জুয়ান শো। ২০১০ সালে স্নেহা ও তাঁর ভাইকে ভুবনেশ্বরের একটি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন গেমা ও জুয়ান। সেই সময়ই তাঁরা জানতে পেরেছিলেন যে, বনলতা দাস ছেলে-মেয়েকে ২০০৫ সালে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।
স্নেহা বলেছেন, "স্পেন থেকে ভুবনেশ্বরে আমার আসারর উদ্দেশ্য হল আমার জন্মদাত্রী মা-কে খুঁজে বের করা। আমি তাঁকে খুঁজে পেতে এবং তাঁর সঙ্গে দেখা করতে চাই। কঠিন হলেও আমি এ সবের জন্য সম্পূর্ণ প্রস্তুত।" তাঁকে ছেড়ে যাওয়ার জন্য কি তাংর জন্মদাত্রীকে বকাঝকা করবেন? স্নেহা তখন চুপ ছিলেন।
এর আগে স্পেনের জারাগোজা শহরের যোগ শিক্ষক তথা পালক মা গেমার সঙ্গে স্নেহা গত বছরের ১৯ ডিসেম্বর ভুবনেশ্বরে এসেছিলেন এবং তাঁরা একটি হোটেলে ছিলেন। তখন সমু অবশ্য স্পেনে কিছু কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। সেবার খোঁজাখুঁজি সত্ত্বেও বনলতার সন্ধান পাননি স্নেহা। আগামী সোমবারের মধ্যে জন্মদাত্রীকে মাকে খুঁজে না পেলে ফের মার্চে আসবেন তাঁরা। সেবার বেশিদিন থাকবেন। গেমার কথায়, "আমাদের স্পেনে ফিরে যেতে হবে কারণ স্নেহা একটি প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিয়েছে যা বন্ধ করা উচিত নয়। যদি আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে বনলতাকে না পাই, আমরা মার্চ মাসে ভুবনেশ্বরে ফিরে আসব।"
বনলতা ২০০৫ সালে ভুবনেশ্বরের নয়াপল্লী এলাকায় তাঁদের ভাড়া বাড়িতে স্নেহা ও সোমুকে ছেড়ে চলে গিয়েছিলেন। বনলতার স্বামী সন্তোষ একটি বেসরকারি সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। সে আগেই বনলতাকে ছেড়ে চলে গিয়েছিলেন। শিশু স্নেহা ও সমুর অবস্থা দেখে বাড়ির মালিক পরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করে।
২০১০ সালে স্নেহা ও সমুকে স্যানিশ দম্পতি দত্তক নেওয়ার পর গেমা বলেছিলেন, "স্নেহা খুব দায়িত্বশীল এবং শিক্ষিত। সে আমাদের বাড়ির আনন্দ। সে আমাদের জীবন।" গেমা আস্তে আস্তে স্নেহা এবং সমুকে ওড়িশায় তাঁদের শিকড় সম্পর্কে জানিয়েছিলেন। গেমার কথায়, "স্নেহা সুশিক্ষিত এবং গবেষণা করছেন, সে তার জন্মদাত্রী মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ওকে সহায়তা করছি। এটা আমার কর্তব্য।"
ভুবনেশ্বরে এই খোঁজের সময়, গেমা এবং স্নেহা- রমাদেবী মহিলা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধা মিশ্রের সঙ্গে দেখা করেন, যিনি সন্তোষ ও বনলতার নাম খুঁজে বের করতে সাহায্য করেছিলেন। এরপর শহরের পুলিশ কমিশনার দেব দত্ত সিংয়ের সঙ্গে দেখা করেন তাঁরা। এই পুলিশ কর্তাই, বনলতা দাস এবং সন্তোষ দাসকে খুঁজতে দুই পুলিশ কর্মী অঞ্জলি ছোটরে এবং গঙ্গাধর প্রধানকে দায়িত্ব দিয়েছিলেন। ইন্সপেক্টর অঞ্জলি ছোটরে বলেন, "আমরা জানতে পেরেছি যে, বনলতা দাস এবং সন্তোষ কটক জেলার বাদাম্বা-নরসিংহপুর এলাকার বাসিন্দা। আমরা তাঁদের খোঁজে স্থানীয় পুলিশ এবং পঞ্চায়েত কর্তাদের বলেছি।"
নানান খবর

নানান খবর

নিঃশ্বাসে ফিরে এলো জীবন: পুনেতে দুর্লভ অস্ত্রোপচারে রোগীর মুক্তি!

ওভারহেড তারে ঝুলছে মানবভ্রূণ, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চরণজিৎ চন্নির মন্তব্যে রাজনৈতিক বিতর্ক, বিজেপির তীব্র প্রতিক্রিয়া

যে জমিতে তাজমহল নির্মিত, সেটির মালিক শাহজাহান নন, ছিলেন অন্য কেউ, নাম জানেন কি তাঁর?

আবিদা পারভীনসহ একাধিক পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা