মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ব্রিসবেন টেস্টের আগে রোহিতকে ফর্মে ফেরার বিশেষ টিপস বর্ডার-গাভাসকর ট্রফি জয়ী কোচের

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার ফর্ম নিয়ে সর্বত্র চর্চা চলছে। একইসঙ্গে তাঁর ব্যাটিং অর্ডার নিয়েও জলঘোলা হচ্ছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, একমাত্র ওপেনিংয়ে নামলেই ফর্মে ফেরার সুযোগ থাকবে রোহিতের। ছয় নম্বরের নেমে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করেন ভারত অধিনায়ক। শেষ ছয় টেস্টে তাঁর গড় ১১.৮৩। প্রাক্তন কোচ মনে করছেন, অবিলম্বে আবার পুরোনো পজিশনে ফেরা উচিত রোহিতের। রবি শাস্ত্রী বলেন, 'গত আট, নয় বছর ধরে ওপেনিংয়েই ওর সেরা পারফরম্যান্স। তার মানে এই নয় যে ওপেনিংয়ে ফিরেই ও সাংঘাতিক কিছু করবে। তবে একটা সম্ভাবনা থাকবে। এটাই ওর আদর্শ জায়গা। সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। শুরুতেই অস্ট্রেলিয়াকে ড্যামেজ করতে হলে, প্রথম পাঞ্চ মারতে হলে, এটাই সেরা জায়গা। ভারতীয় দলকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ সিরিজ ১-১ অবস্থায় আছে। আমার মতে, যে দল এই টেস্ট ম্যাচ জিতবে, তাঁরাই সিরিজ জিতবে। এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। তাই দলের কম্বিনেশন সঠিক হতে হবে। কারণ অস্ট্রেলিয়া আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে।' 

শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত। ২০১৮-১৯ এবং ২০২০-২১ সিরিজ জয়ের সময় হেড কোচের ভূমিকায় ছিলেন তিনি। ঋষভ পন্থের অপরাজিত ৮৯ গাব্বায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজেয় রেকর্ড ভেঙে দেয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ জানান, সেদিন পন্থকে মূল্যবান পরামর্শ দেন শুভমন গিল। যাতে বদলে যায় ম্যাচের মোড়। শাস্ত্রী বলেন, 'আমি কোনওদিন এটা ভুলব না। শেষ সেশনে ১৪০ রান প্রয়োজন ছিল। কোভিডের জন্য দুটো আলাদা ড্রেসিংরুম ছিল। কোচের রুম থেকে আমি পন্থ বা পূজারার সঙ্গে কথা বলতে যাই। টয়লেটের মুখে আমি গিল এবং পন্থের মধ্যে কথপোকথন শুনতে পাই। ৭১ ওভার বল করা হয়ে গিয়েছে। গিল ৯১ রানে আউট হয়েছে। ওরা দু'জন দলের সবচেয়ে তরুণ প্লেয়ার। একজনের বয়স ২১, অন্যজনের ২২ ছিল তখন। ওরা আলোচনা করছিল, ৯ ওভার বাকি আছে। ওদের নতুন বল নিতেই হবে।ওরা মার্নাস লাবুশেনকে‌ আনবে। সেই ওভারগুলোতে ৪৫-৫০ রান তুলতে হবে। টার্গেটের কত কাছে পৌঁছনো যায় সেই নিয়ে ওরা আলোচনা করছিল। আমি ওদের কোনওভাবেই থামাইনি। আমি মাইন্ড‌সেট বদলাতে চাইনি। আমি শুধু ওদের বলি, যা করার সেটাই করো। শেষপর্যন্ত শেষ সেশনে আমরা প্রায় ১৫০ রান করে জিতি।' ঐতিহাসিক জয়ের পেছনে টিম স্পিরিট বড় ভূমিকা নেয় বলে জানান শাস্ত্রী। বিশেষ করে প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রত্যাবর্তন করে সিরিজ জয় মোটেই সহজ নয়। 


Rohit SharmaRavi ShastriIndia vs Australia

নানান খবর

নানান খবর

ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?

টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?

দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ!‌ কেন?‌ বাদ পড়লেন সামিও

ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত

লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

সোশ্যাল মিডিয়া