রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। তাঁর ‘দ্য শেমলেস’ ছবির জন্যে। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। সেই ছবিই রবিবার দুপুরে নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে এক জন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিশকে হত্যা করে পালায় সে। ওদিকে ওমরা অভিনীত দেবিকা চরিত্রটি খানিক ভীতু, খানিক মুখচোরা। এ ছবিতে রেণুকা ও দেবিকার লড়াই মূলত সংগঠিত ধর্ম ও পিতৃতন্ত্রের বিরুদ্ধেই। ছবি শেষের পর নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনসূয়া, ওমারা। সঙ্গী সহ-অভিনেত্রী ওমারা এবং অন্যতম সহ-প্রযোজক মোহন নাডার।
উচ্ছ্বসিত স্বরে অনুসূয়া বলে উঠলেন, “নিজের ছবি নিজের শহরে প্রথমবার প্রদর্শিত হচ্ছ তাও আবার নন্দনে। এ অভিজ্ঞতাও কানস-এর থেকে কম কিছু নয়।” এই ছবি ঘিরে দর্শকের প্রতিক্রিয়া দেখে খানিক আবেগতাড়িত গলায় ওমরা তো বলেই ফেললেন, “আমি প্রথমবার আসলাম কলকাতায়। কিন্তু মনে হচ্ছে এ যেন আমার নিজেরই শহর।” দুই অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন উড়ে এল, “ছবিতে রেণুকা ও দেবিকা দু'জনেরই চরিত্র প্রায় সমান এবং গুরুত্বপূর্ণ। একজন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন, অন্যজন পেলেন না। অনুভুতিটা কেমন ছিল?” অনুসূয়ার জবাব, “নিয়মমাফিক সেরা অভিনেত্রীর পুরস্কার একজন-ই পেতে পারেন। অতএব।...কিন্তু এক মুহূর্তের জন্যও মনে হয়নি ওই পুরস্কার পাওয়ার কৃতিত্ব আমার একার। শুধু আমি নয়, আমার গোটা ইউনিট ওই পুরস্কারটি জিতেছেন।” ওমরা স্পষ্টভাবে বলে উঠলেন, “মনখারাপ, হিংসের প্রশ্নই ওঠে না। বরং ভীষণ খুশি হয়েছিলাম। কোনও ভারতীয় অভিনেত্রী প্রথমবার এই পুরস্কার পাচ্ছেন-গোটা দেশ আনন্দ পেয়েছে আর আমি আনন্দ পাব না? এটা হয় কখনও?”
এই সমাজে শেমলেস হওয়ার সংজ্ঞা ঠিক কী তাঁর কাছে? অনুসূয়ার উদ্দেশ্যে প্রস্হান ছিল আজকাল ডট ইন-এর। একমুহূর্ত না ভেবে অভিনেত্রীর জবাব, “তুমি যা তাইই থেকো। চাপে পড়ে নিজের ব্যক্তিত্ব বদলে না ফেলাটাই আমার কাছে শেমলেস-এর সংজ্ঞা।” আর শক্তিশালী বিরোধীর বিরুদ্ধে প্রশ্ন তোলা, তা শেমলেস-এর সংজ্ঞা নয়? দ্রুত জবাব এল, “অবশ্যই! দৃপ্ত স্বরে, কুন্ঠা না রেখে প্রশ্ন তুলতে হবে জোর গলায়, বিপরীতে যেই-ই থাকুক না কেন।” আর বাংলা ছবি...প্রশ্ন শেষ হতে না হতেই অনুসূয়া জানিয়ে দিলেন, বাংলা ছবিতে অভিনয় করার ডাক পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
‘দ্য শেমলেস’-এর অন্যতম সহ-প্রযোজক মোহন নাডার জানালেন আপাতত সেন্সরের অপেক্ষায় দ্য শেমলেস। তবে খানিক হেঁয়ালি করে জানালেন, যাতে ছবিমুক্তির বিষয়ে অযাচিত সমস্যা না তৈরি হয়, সেই বিষয়ে আগেভাগেই তাঁরা একটি পরিকল্পনা এঁটেছেন। ছবিতে ‘যৎসামান্য কিছু’ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
নানান খবর

নানান খবর

কীসের অমিতাভ? কীসের শাহরুখ? কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন তারকা তৈরি করে নেব! বিস্ফোরক শেখর কাপুর

আমিরের ‘চীন চীনে’ ভালবাসা, মার্ভেলের ‘সুপারহিরো’ অভিনেত্রীকে ধার করে বলিউডকে কীভাবে দুষলেন বিক্রান্ত?

আসিনের কেরিয়ার ‘শেষ’ করেছিলেন অক্ষয়! কীভাবে? মুখ খুললেন অভিনেত্রীর স্বামী

নায়ক নয়, এবার খলনায়ক ‘খিলাড়ি’! অক্ষয়-সইফের রুদ্ধশ্বাস লড়াইয়ে শিউরে উঠবে বলিউড

'শাক্য-আরশি'র গোপন ফুটেজ ফাঁস! কার চক্রান্তে সর্বনাশ হতে চলেছে নবদম্পতির?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!