
মঙ্গলবার ০৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: সত্যজিতের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর হাল্লার রাজা তিনি। আবার শুন্ডির রাজা-ও তিনি। ওদিকে ‘জটায়ু’র প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ হিসাবেও উচ্চারিত হয় তাঁর নাম। তিনি সন্তোষ দত্ত। বেঁচে থাকলে এ দিন সন্তোষ দত্তের বয়স হতো ১০০। প্রয়াত এই কিংবদন্তি অভিনেতা আজীবন ঘনিষ্ঠ ছিলেন রায় পরিবারের। এবার তাঁর ‘সন্তোষদা’কে নিয়ে বহু না-জানা গল্প আজকাল ডট ইন-কে বললেন সত্যজিৎ-পুত্র পরিচালক সন্দীপ রায়।
সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ‘সোনার কেল্লা’ গল্পে প্রথম আবির্ভাব হয় জটায়ুর। সন্দীপ রায়ের কথায়, “গোড়ার দিকে জটায়ুর ইলাস্ট্রেশন পুরোপুরি আলাদা ছিল। তারপর সোনার কেল্লা ছবিতে সন্তোষদা এমন অভিনয় করে বাজিমাত করে দিলেন যে বাবা দেখলেন, এই রে আর তো জটায়ুকে অন্যরকমভাবে আঁকা যাবে না। তাই 'জটায়ু'র ইলাস্ট্রেশন পুরো তাঁর মতো হয়ে গেল। কোনও ছবির অভিনেতাকে দেখে সাহিত্যের চরিত্রের ইলাস্ট্রেশন পাল্টে গেল, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার।”
সুকুমার রায়ের স্ত্রী তথা সত্যজিতের মা সুপ্রভা দেবীরও নাকি বেশ ভাল লাগত সন্তোষ দত্তের অভিনয়? উত্তর এল, “হ্যাঁ। ‘চলচ্চিত্তচঞ্চরী’ নাটকে ‘ভবদুলাল’-এর চরিত্রে ছিলেন সন্তোষদা। সেখানেই ওঁর অভিনয় দেখেছিলেন দু'জনেই। দেখামাত্রই বাবার ভীষণ ভাল লেগে গিয়েছিল। তারপরই সেই বিখ্যাত তলব। সন্তোষদা ‘পরশ পাথর’-এ একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। ওঁর সেই কাজ দেখেই বাবা বুঝেছিলেন যে এঁকে পরে অবশ্যই ব্যবহার করা যায়। এরপর তো আস্তে আস্তে ‘তিনকন্যা’-র ‘সমাপ্তি’-তে অভিনয় করলেন। এরপর তো পরপর তো বাবার পরিচালনায় উনি অজস্র ছবিতে অভিনয় করলেন।”
আড্ডা মারতে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আসতেন সন্তোষ দত্ত? খানিক ভেবে সন্দীপ রায়ের জবাব, “হ্যাঁ, আসতেন। তবে কম। আসলে, ওঁর পেশা তো ওকালতি ছিল। সন্তোষদা সেই কাজেই ভীষণ ব্যস্ত থাকতেন। যখনই ফুরসত পেতেন, চলে আসতেন। এছাড়া যখন ছবির স্ক্রিপ্ট রিডিং সেশন হত, সেই সময়টায় স্বাভাবিকভাবেই বাড়িতে একটু ঘন-ঘন আসতেন সন্তোষদা। খুব গপ্পেবাজ লোক ছিলেন, ভারী আড্ডাবাজ। পুরো জমিয়ে দিতেন আড্ডা। সে পুরো হইহই ব্যাপার। কিন্তু কাজের বিষয়ে পুরোপুরি সিরিয়াস ছিলেন” প্রশ্ন ছিল, অভিনেতা হিসাবে কি তথাকথিত মেথড অ্যাক্টর ছিলেন সন্তোষ? সন্দীপ-মেজাজে জবাব এল, “চিত্রনাট্যটা খুব ভাল করে পড়া থাকত সন্তোষদার। অভিনয়ে নানারকম ইম্প্রোভাইজেশন করতেন। এখনকার কথায় যেটাকে নিজস্ব ইনপুট দিতেন। নিজের চরিত্রটিকে নিয়ে নানা চিন্তাভাবনা করতেন। ফোন করে অনেকসময় বাবাকে জিজ্ঞেস করতেন, 'আমি কি আমার এই চরিত্রটির মধ্যে এই বিষয়টি যোগ করতে পারি? এরকম আর কি। আর শুটিংয়ে বাবা যখন একটা টেকের পর আরও একটা সেফটি-টেক নিতেন তখন দ্বিতীয়বার টেক-এর সময় একটু অন্যভাবে অভিনয় করতেন। এবং যা ভীষণ পছন্দ করতেন বাবা। বাবা তো রীতিমতো সমস্যায় পড়ে যেতেন সন্তোষদার অভিনীত কোন দৃশ্যটি রাখবেন আর কোনটা ফেলবেন। আসলে, বাবা সন্তোষদাকে অভিনয়ে খুব স্বাধীনতা দিতেন। উনি বুঝেছিলেন, এই অভিনেতাটি চরিত্র নিয়ে নানা ভাবনা-চিন্তা করে সেটে আসে। একটু ছাড় দিলে নিজে থেকেই অভিনয়ে নানা ইন্টারেস্টিং ব্যাপার যোগ করতে পারবে।” বলতে বলতে হেসে উঠলেন বর্ষীয়ান পরিচালক।
সামান্য থেমে সন্দীপ বলে ওঠেন, “তবে হ্যাঁ, হীরক রাজার দেশে-র শুটিংয়ের সময় একটা ব্যাপার হয়েছিল। ওই ছবিতে ওঁর ‘বিজ্ঞানী’র চরিত্রটির ডায়লেক্ট কেমন হবে, সেই বিষয়ে সন্তোষদাকে বাবা বলেছিলেন, ‘সন্তোষ এখানে কিন্তু কোনওরকম ইম্প্রোভাইজ করবে না। এই ছবিটা তো একটু অন্যরকম। সংলাপ তো ছন্দ-নির্ভর, তাই। দুৰ্ভাগ্যবশত, তাই তোমাকে এবারে অভিনয়ে স্বাধীনতা দিতে পারছি না। আই অ্যাম সরি!” সত্যজিৎ রায় ক্ষমাপ্রার্থনা করেছিলেন সন্তোষ দত্তের কাছে? নির্বিকার ভঙ্গিতে, দ্বিধাহীনভাবে সত্যজিৎ-পুত্রের জবাব, “হ্যাঁ। তার কারণ বাবা জানতেন সন্তোষদা কী মাপের অভিনেতা। সন্তোষদাকে বাবা যেরকম স্নেহ করতেন, সম্মানও করতেন ওঁর অভিনয় ক্ষমতাকে। সুকুমার রায়ের তথ্যচিত্রতে যখন সন্তোষদা অভিনয় করছেন, তখনই তিনি অসুস্থ। তারপর তো চলেই গেলেন। সন্তোষদার মৃত্যুর পরে অসম্ভব আঘাত পেয়েছিলেন বাবা। সেইজন্য তো আর ফেলুদার ছবি পরিচালনা করলেন না বাবা। অথচ ইচ্ছে করলে কিন্তু আরও ফেলুদা করতে পারতেন তিনি। মনে আছে বাবা বলেছিলেন, ‘এখন তো আর ফেলুদা করলে জটায়ু ছাড়া করা যাবে না। আর সন্তোষ যখন নেই তখন তো তার কোনও প্রশ্নই ওঠে না।”
“আসলে বাবা চাইতেন কয়েকজন অভিনেতার সঙ্গে বারবার কাজ করতে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সন্তোষ দত্ত। ভীষণ পছন্দ করতেন বলেই না যখন তেমন কোনও পছন্দের চরিত্র তিনি তৈরি করতেন, দুম করে সন্তোষ দত্তকে ফোন করে দিতেন। বাবা সবসময়ই চাইতেন ওঁকে যদি কোনওভাবে ছবিতে কাজে লাগানো যায়। রবি ঘোষের বেলাতেও এটা করতেন বাবা।”
Exclusive: ‘কালীদা’কে নিয়ে স্পিন-অফ ঘোষণা সুজয়ের! প্রথমবার শুনে কী বললেন পরান বন্দ্যোপাধ্যায়?
Breaking: পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কালীদা’র স্পিন-অফ পরিচালনা করবই, এখনই বলে দিচ্ছি!
ধারাবাহিকে নয়, রিয়্যালিটি শো নিয়ে ফিরছেন রণিতা! কবে থেকে অভিনেত্রীকে দেখা যাবে নতুন ভূমিকায়?
ভ্যাম্পায়ার প্রেমে ডুবে আয়ুষ্মান-রাশ্মিকা, ‘থামা’র জমাটি রহস্যর মধ্যে এবার আসছেন নওয়াজ?
'অনুরাগের ছোঁয়া'তে কি আবার ফিরছে 'মিশকা'? মা হওয়ার আগে কাজে ফেরা নিয়ে কী বললেন অহনা দত্ত?
Exclusive: ‘অহল্যা দেখে খুশি হতেন, আলাদিন দেখে রেগে যেতেন!’ সত্যজিৎ রায়-কে নিয়ে একান্ত আড্ডায় সুজয় ঘোষ
‘ওদের শিল্পীদের মাথায় তুলে রাখি, আর ওরা?’ পাকিস্তানের ‘ভালবাসা’ নিয়ে তোপ জাভেদ আখতারের
হৃতিকের সঙ্গে রসায়নই হয়েছিল কাল! 'ধুম ২'-এর পর আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল শুটিং ফ্লোরে?
‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!
‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?
এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার
'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে
শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?
বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?
হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?