সংবাদসংস্থা মুম্বই: প্রয়াত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ প্রভু। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন আবেগঘন পোস্ট। লিখলেন, 'যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা'। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি ব্যবহার করেন।

 

বাবা হিসাবে জোসেফ অত্যন্ত স্নেহময়, আদুরে ছিলেন তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন এই ঘটনায় নিজের দুঃখ প্রকাশ করেছিলেন জোসেফ। সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি। জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

 

নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা আপাতত বন্ধ রেখেছেন সামান্থা, এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। বর্তমানে ফের বিয়ের পিঁড়িতে বসছেন নাগা। এবার পাত্রী শোভিতা ধূলিপালা। এখনও পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা। 

 

কিন্তু বারবার নিজের মন খারাপ ফুটে ওঠে তাঁর নানা সাক্ষাৎকারে। কখনও সহ অভিনেতার পরিবারের কথা শুনে চোখে জল আসে অভিনেত্রীর। কখনও আবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করে আবেগপ্রবণ হন সামান্থা। জীবনের এই ওঠাপড়ার মধ্যে এবার পিতৃহারা হয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী।