
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের জেদ্দায় দু'দিন ব্যাপী মেগা নিলামে দল বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে ছ'জনকে রিটেন করা হয়। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়দিন বাকি কোটা পূর্ণ করা হয়। কেনা হয় আটজনকে। মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটার কিনল কেকেআর। প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশাল অঙ্ক খরচ করে সবাইকে চমকে দেয় নাইট শিবির। দলের প্রাক্তন প্লেয়ারদের ফিরিয়ে আনার দিকে নজর দেওয়া হয়। কয়েকজনকে বাদ দিলে, ফিরিয়ে আনা হয়েছে আইপিএল জয়ী কোর গ্রুপকে। তবে সেই দলের নেতা শ্রেয়স আইয়ার অবশ্য নেই। তাঁকে রিটেন করা হয়নি।
নিলামের প্রথমদিন বিডিংয়ের শুরুতে আগ্রহ দেখালেও দর ১০ কোটি পেরোতেই পিছিয়ে আসে। শ্রেয়সের অনুপস্থিতিতে কেকেআরকে কে নেতৃত্ব দেবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নিলামের আগে শোনা গিয়েছিল, রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। তবে তাতে কোনও সিলমোহর পড়েনি। ক্যারিবিয়ান লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে রাসেলের। দ্রে রাসের কথাও ভাবতে পারে কেকেআর। আচমকাই এই তালিকায় ঢুকে পড়েছেন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শুরুতে অবিক্রিত থাকলেও, নিলামের শেষদিকে তাঁকে কেনে কলকাতা। অধিনায়কের দৌড়ে ঢুকে পড়তে পারেন অভিজ্ঞ ক্রিকেটারও। তাঁর নেতৃত্বে আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। তাই নেতা হিসেবে তাঁর নামও ভাবা হতে পারে। যদিও সেই সম্ভাবনা কম। কারণ প্রত্যেক ম্যাচে হয়তো খেলার সুযোগ পাবেন না তিনি। অন্যান্য বারের মতো এবারও জোর দেওয়া হয়েছে অলরাউন্ডারের দিকে। বিশিষ্ট ব্যাটার হাতেগোনা। কেকেআরে অলরাউন্ডারের সংখ্যা বেশি। একঝলকে দেখে নেওয়া যাক কেমন হল দল।
একনজরে কেকেআর:
উইকেটকিপার: কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি)।
ব্যাটার: রিঙ্কু সিং (১৩ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), রোভমান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), লাভনীত শিশোদিয়া (৩০ লক্ষ)।
অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), অনুকূল রায় (৪০ লক্ষ), রমনদীপ সিং (৪ কোটি), মঈন আলি (২ কোটি)।
পেসার: হর্ষিত রানা (১২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), আনরিচ নোখিয়া (৬.৫০ কোটি), স্পেন্সর জনসন (২.৮০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ)।
স্পিনার: বরুণ চক্রবর্তী (৪ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ)।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের