সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

চিনিগুঁড়া ধানের তৈরি সোনালি প্রতিমা দেখতে উপচে পড়া ভিড় বাংলাদেশের সাতক্ষীরায়
PB | ১৫ অক্টোবর ২০২৩ ১৮ : ৩০Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে শারদীয় দুর্গা পুজোর আয়োজন এখন প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে।
মাটির কাজ শেষ করে প্রতিমার গায়ে রং তুলির আঁচড়, সাজসজ্জা সব কিছুই প্রায় সম্পন্ন করেছেন মৃৎশিল্পীরা। বাংলাদেশের সাতক্ষীরা জেলার মোট ৬০৬টি মণ্ডপে শোভা বর্ধন করবে নরম কাঁদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা বিভিন্ন ভঙ্গিমার দেবী দুর্গার প্রতিমা। তবে সবার নজর কাড়ছে এই জেলার কলারোয়া উপজেলার সোনালি রঙের চিনিগুঁড়া ধান দিয়ে তৈরি ব্যতিক্রমী প্রতিমা।
সোনালি রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে মোড়ানো হয়েছে। দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী অসুরসহ আনুসাঙ্গিক প্রতিটি প্রতিমায় পুঁথির মতো করে ছোট ছোট ধান বসানো হয়েছে। কাঠ, বাঁশ, বিচুলির ফ্রেম বসিয়ে নরম কাঁদা-মাটি শুকিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে ধান বসিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এই প্রতিমা। এর জন্য ধান লেগেছে ১০০ কেজি। দীর্ঘ এক মাস সময় ধরে নিপুণ হাতে ৪ জন প্রতিমা কারিগর তৈরি করেছেন ১৮টি প্রতিমা। তাই তো পুজো শুরুর আগে থেকেই কলারোয়া মুরারিকাটি পালপাড়া পুজো মণ্ডপে ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তবৃন্দসহ দর্শনার্থীরা।
ধানের প্রতিমা তৈরির কারিগর সংবাদমাধ্যমকে জানান, ইউটিউব দেখে তাঁরা সোনালি রঙের চিনিগুঁড়া ধান দিয়ে মণ্ডপ তৈরি করেছেন। ৪ জন কারিগর মিলে দীর্ঘ ১ মাস ধরে তৈরি করেছেন ১৮টি প্রতিমা। এতে তাদের খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। কাঠ, বাঁশ, বিচুলির ফ্রেম বসিয়ে নরম কাঁদা-মাটি শুকিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে ধান বসিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে পুঁথির মতো করে সাজিয়ে নকশী কাপড় দিয়ে সাজিয়ে তৈরি করেছেন দৃষ্টিনন্দন এই প্রতিমা। কিছু কিছু অংশে রং দিয়ে স্প্রে করার কারণে প্রতিমাগুলো স্বর্ণের রঙে চিক চিক করছে। স্থানীয় যুব কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলার এই প্রথম ধানের ব্যতক্রমী প্রতিমা তৈরি করা হয়েছে।
প্রতিমাগুলো দেখতে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা কলারোয়া পৌর সদরের মুরারীকাটি পালপাড়ার এই মণ্ডপে ভিড় করছেন।
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, জেলায় মোট ৬০৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধে তালা উপজেলার ১৯৬টি, কলারোয়ায় ৪৮টি, সদর উপজেলার ১১২টি আশাশুনিতে ১০৮টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জ উপজেলার ৫১টি ও শ্যামনগর উপজেলার ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব শ্রেণি পেশার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। দুর্গোৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহবান জানান তিনি।
২০ অক্টোবর মহাষষ্ঠী পুজোর মধ্যে দিয়ে দেবী দুর্গা ঘোড়ায় (ঘোটকে) চড়ে স্বর্গ থেকে মর্ত্যলোকে আসবেন। ২৫ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে আবারও ঘোড়ায় চরে ফিরে যাবেন স্বর্গলোকে।
নানান খবর

নানান খবর

তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে

যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা

ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য

১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা