শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, ধৃত মালদহের পঞ্চায়েত সদস্য

Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ১২ : ৫২Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ শনিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মালদহ জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত দেওনাপপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম আব্দুল রশিদ। 

 

নিউ ফরাক্কা জিআরপি থানার এক আধিকারিক জানান- গত ২৭ অক্টোবর নিউ ফরাক্কা রেলের সাবওয়েতে তৌসিফ আলি নামে এক যুবককে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই যুবককে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি দেশি ৭.৬৫ এমএম পিস্তল এবং চারটি ম্যাগাজিন। 

 

পুলিশের ওই আধিকারিক জানান, এরপর ধৃত যুবককে জঙ্গিপুর পেশ করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে তৌসিফ জানায় আগ্নেয়াস্ত্রগুলোর আসল মালিক আব্দুল রশিদ নামে মালদহ জেলার এক গ্রাম পঞ্চায়েত সদস্য।

 

পুলিশ সূত্রের খবর- উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোকে আরও উন্নত এবং মেরামত করার জন্য তৌসিফকে দিয়ে সেগুলো বিহারের আরা জেলাতে এক আগ্নেয়াস্ত্র কারবারীর কাছে পাঠাচ্ছিল আব্দুল। কিন্তু আগ্নেয়াস্ত্রগুলো হাত বদল হওয়ার আগেই জিআরপি-র হাতে ধরা পড়ে যায় তৌসিফ। 

 

জিআরপি সূত্রে জানা গেছে -ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে নিউ ফরাক্কা জিআরপি থানার অফিসাররা মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালান। পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

আদালতে যাওয়ার পথে ধৃত পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদ জানান, 'গত পঞ্চায়েত নির্বাচনে আমি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম। আমার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে।' জিআরপি সূত্রে জানা গেছে- ধৃত পঞ্চায়েত সদস্যকে রবিবার জঙ্গিপুর আদালতে পাঠিয়ে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।


Malda Crime News West Bengal

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া