শনিবার ০৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ অক্টোবর ২০২৪ ১৫ : ২৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচিত মুখ আদৃত ফের একবার ফিরছেন ছোটপর্দায়। এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে। একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে দর্শকের মন জয় করতে প্রস্তুত নায়ক। সঙ্গে থাকবে একটি পরিবারের গল্পও।
আদৃতের বিপরীতে এবার দেখা যেতে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। এর আগে তাঁকে দর্শক ‘হইচই’-এর সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দেখেছিলেন। ধারাবাহিকের নাম ‘মিত্তির বাড়ি’। এই বাড়িকে ঘিরেই এগোবে গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক।
গল্পে আদৃত-পারিজাত ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো অভিনেতাদের। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ‘মিত্তির বাড়ি’র প্রোমো শুটিং।