
সোমবার ২৬ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: বয়স পেরিয়েছে ৭০। এই বয়সেও যে সবকিছু ছেড়ে 'পুরোনো ভালবাসা'র কাছে ফেরা যায় তা আরও একবার প্রমাণ করলেন অঞ্জন দত্ত। পুরোনো ভালবাসার কাছে যে ফিরছেন তা গত জুনেই জানিয়েছিলেন 'ম্যাডলি বাঙালি'র পরিচালক। তবে এই ভালবাসা কোনও ব্যক্তিবিশেষের প্রতি নয়। এই ভালবাসার নাম নাটক। এক সময় চুটিয়ে নাটক করতেন অঞ্জন। কিন্তু এরপর অভিনেতা ও পরিচালক হিসাবে দারুণ ব্যস্ত হয়ে পড়াতে মঞ্চে সেভাবে পা রাখতে পারেননি। তবে এবার মঞ্চে ফিরছেন তিনি 'কিং লিয়র'-এর রূপে! নাটকের নাম 'আরো একটা লিয়র'।
গত মাসেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অঞ্জন দত্ত। সেখানে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছিলেন, "আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণালদা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়। থিয়েটার। শেক্সপিয়রের কিং লিয়র.… এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথম বার, কিং লিয়র।'
এই মুহূর্তে জোর মহড়া চলছে 'কিং লিয়র'-এর। সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত নাটক 'কিং লিয়র'-এর তুলনায় নাকি অনেকটাই আলাদা হতে চলেছে এই 'আরো একটা লিয়র'। শোনা যাচ্ছে, অঞ্জন ছাড়াও এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুদীপা বসু, লোকনাথ দে, প্রণয় মুখোপাধ্যায়, প্রমুখ। সেই সূত্র মারফত আরও জানা গিয়েছে আগামী নভেম্বরের শেষভাগে দক্ষিণ কলকাতার একটি নামি বেসরকারি প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হতে চলেছে অঞ্জনের 'লিয়র'।
তবে বছর পাঁচ-ছয়েক আগে স্বপ্নসন্ধানী নাট্যদলের প্রযোজনায় কৌশিক সেন-এর পরিচালনায় ‘তারায় তারায়’ নাটকে ভিনসেন্ট ভ্যান গঘের চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জন । শ্রীজাত’র জনপ্রিয় উপন্যাস ‘তারা ভরা আকাশের নীচে’ অবলম্বনে নাটকের চিত্রনাট্য লিখেছিলেন কৌশিক। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ঋদ্ধি সেন ও কৌশিকের স্ত্রী রেশমিকেও। সঙ্গীত পরিচালক নীল দত্ত। দর্শকমহলে এই নাটক সমাদৃত হওয়ার পাশাপাশি ভ্যান গঘরূপী অঞ্জনের অভিনয়ের দারুণ প্রশংসা হয়েছিল।
নয়ের দশকের গোড়ার দিকেও স্ত্রী ছন্দা দত্তর পরিচালনায় দুটো নাটক করেছিলেন অঞ্জন দত্ত। ‘হেনরিক ইবসেন’-এর ‘ঘোস্ট’ আর ২০১৫-এ বারটোল্ট বার্চট-এর ‘দ্য থ্রিপেনি অপেরা’।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!