
সোমবার ২৬ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স : বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলার আমবাড়ি চা বাগানে। বিগত ৯ সেপ্টেম্বর এই চা বাগানেই বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ার পরও খাঁচা ভেঙে পালিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। ঘটনার পর চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপরই বনদপ্তরের পক্ষ থেকে বাগানের ২৬ নম্বর সেকশানে নতুন আরেকটি খাঁচা পাতা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর ছাগল টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। তবে বনদপ্তরের সূত্রে খবর, খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া চিতাবাঘটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ। এদিন বন্দি হওয়া চিতাবাঘটি সেটি নয়। ফলে শ্রমিকদের আতঙ্ক সহজে কাটছে না।
জানা গিয়েছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই চিতাবাঘ উপদ্রুত। বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। রাত হলে গবাদি পশু, হাঁস, মুরগির লোভে গৃহস্থের বাড়িতেও চিতাবাঘ হানা দেয়। বাগানে কাজ করা বা চা পাতা তোলার সময়েও আমবাড়ি সহ আশেপাশেই সমস্ত চা বাগানেই কর্মরত শ্রমিকদের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। এর থেকে বাঁচতে বনদপ্তরের পক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। তবে লোকালয়ের কাছাকাছি এলাকায় চিতাবাঘ দেখা গেলে দুর্ঘটনা এড়াতে চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানালে, বনদপ্তর সেই ব্যবস্থা করে।
খাঁচার রক্ষণাবেক্ষণ ও টোপ লাগানোর দায়িত্ব স্থানীয়দের উপরেই দেওয়া হয়। বিগত দিনে এই বাগানে খাঁচায় ধরা পড়া চিতাবাঘ দেখতে ভিড় জমানো জনতার সামনে পুরাতন খাঁচার জং ধরা দরজা ভেঙে চিতাবাঘের পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ঘটনায় একজন আহতও হয়েছিল। এর পরই বনদপ্তর আরেকটি ভাল খাঁচা বাগানে লাগিয়েছিল। এই খাঁচাতেই বুধবার সকালে চিতাবাঘটি ধরা পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনদপ্তরের সূত্রে খবর, এদিন ধরা পড়া চিতাবাঘটি সুস্থ থাকায় দুপুরে সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বাগানে এখনও ঘুরে বেড়ানো অন্যান্য চিতাবাঘগুলিকে ধরতে আবারও খাঁচা পাতা হবে।
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত