রবিবার ০৬ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ৩১Tirthankar
আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উত্তাল সমুদ্রে উল্টে যায় বাংলাদেশী ট্রলারটি।
সমুদ্রে দুর্ঘটনায় পড়া একটি বাংলাদেশি ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার রাতে সুন্দরবনের কেঁদো দ্বীপ থেকে আরও দক্ষিণে ভারত-বাংলাদেশের জলসীমানার কাছে উল্টে যায় মৎস্যজীবীদের ট্রলারটি। শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায় পৌঁছে দেওয়া হয়। এখনও নিখোঁজ এক মৎস্যজীবী।
১১ সেপ্টেম্বর বাংলাদেশী মৎস্যজীবীদের ট্রলার 'এমবি কৌশিক' ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সারারাত গভীর সমুদ্রে মাছ ধরার পর উত্তাল সমুদ্রে বিশাল ঢেউয়ের আঘাতে উল্টে যায় 'এমবি কৌশিক'। ১২ জন মৎস্যজীবী ছিল ওই ট্রলারে। ১২ জনকে উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ‘এফবি পারমিতা’। সারারাত সমুদ্রের জলে বাঁশের সাহায্যে ভেসে ছিলেন ১২ জন মৎস্যজীবী। ‘এফবি কৌশিক’ নামে বাংলাদেশের ওই ট্রলারের মাঝি মহম্মদ সরিফ জানিয়েছেন, 'আমাদের একজন সঙ্গী নিখোঁজ হয়ে গেছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আমাদের উদ্ধার করে প্রাণে বাঁচায় । আমরা সকলেই বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা ।"