সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
মালাইকাকে আগলে অর্জুন
অনুরাগীদের মন ভেঙেছিল অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদে। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের সম্পর্কের ভাঙনের খবর। কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুখ খোলেননি। এরই মধ্যে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। বিচ্ছেদের পরেও ভিড় থেকে মালাইকাকে আগলে রাখতে দেখা যায় অর্জুনকে। এখন যুগলের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জন্মমাসে সুখবর তাপসীর
'ফির আয়ি হাসিনা দিলরুবা' ও 'খেল খেল মে' দুটি ছবিতেই অভিনয় করছেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। একইসঙ্গে মুক্তিও পাচ্ছে এই দুই ছবি। সম্পূর্ণ আলাদা ঘরানার এই ছবিতে তাপসীকে দেখা যাবে দুই ভিন্ন চরিত্রে। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, দুটি ছবিই আমার জন্মমাসে মুক্তি পাচ্ছে। তাই আগস্ট মাসে আমার জন্মদিনের পাশাপাশি আমার অনুরাগীরা বিনোদনের সবচেয়ে বড় পার্টি পেতে চলেছেন।
কবে পরিচালনায় ফিরছেন মহেশ ভাট?
২০২০ সালে 'সড়ক ২' পরিচালনার পর আর পরিচালকের আসনে দেখা যায়নি মহেশ ভাটকে। মেয়ে আলিয়া ভাটের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ পরিচালনার কাজ। আবার কবে পরিচালনায় ফিরবেন মহেশ ভাট? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তাঁর সময় ফুরিয়েছে, এমনকী তাঁর কথায় তিনি পুরনো হয়ে গিয়েছেন তাই আর বড়পর্দার জন্য পরিচালনা করবেন না তিনি।
বড়পর্দায় ওরি
বলিউডের সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি এবার বড়পর্দায়। কিছুদিন আগেই ওরির একটি ফ্যান পেজ থেকে বলা হয়েছিল যে এবার বড়পর্দায় নতুন রূপে দেখা যাবে তাঁকে। কিন্তু এবার এই জল্পনায় সিলমোহর দিলেন ওরি নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে ফাঁকা সিনেমা হলের স্ক্রিনে ওরির অভিনীত একটি ভিডিও ক্লিপ চলছে। তাতেই অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি নতুন শুরুর ইঙ্গিত এইভাবেই দিলেন তিনি। কিন্তু ওরির অভিনয় কোথায় দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়।
মালাইকাকে আগলে অর্জুন
অনুরাগীদের মন ভেঙেছিল অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিচ্ছেদে। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের সম্পর্কের ভাঙনের খবর। কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনও পর্যন্ত মুখ খোলেননি। এরই মধ্যে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। বিচ্ছেদের পরেও ভিড় থেকে মালাইকাকে আগলে রাখতে দেখা যায় অর্জুনকে। এখন যুগলের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জন্মমাসে সুখবর তাপসীর
'ফির আয়ি হাসিনা দিলরুবা' ও 'খেল খেল মে' দুটি ছবিতেই অভিনয় করছেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। একইসঙ্গে মুক্তিও পাচ্ছে এই দুই ছবি। সম্পূর্ণ আলাদা ঘরানার এই ছবিতে তাপসীকে দেখা যাবে দুই ভিন্ন চরিত্রে। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, দুটি ছবিই আমার জন্মমাসে মুক্তি পাচ্ছে। তাই আগস্ট মাসে আমার জন্মদিনের পাশাপাশি আমার অনুরাগীরা বিনোদনের সবচেয়ে বড় পার্টি পেতে চলেছেন।
কবে পরিচালনায় ফিরছেন মহেশ ভাট?
২০২০ সালে 'সড়ক ২' পরিচালনার পর আর পরিচালকের আসনে দেখা যায়নি মহেশ ভাটকে। মেয়ে আলিয়া ভাটের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ পরিচালনার কাজ। আবার কবে পরিচালনায় ফিরবেন মহেশ ভাট? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। তাঁর সময় ফুরিয়েছে, এমনকী তাঁর কথায় তিনি পুরনো হয়ে গিয়েছেন তাই আর বড়পর্দার জন্য পরিচালনা করবেন না তিনি।
বড়পর্দায় ওরি
বলিউডের সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি এবার বড়পর্দায়। কিছুদিন আগেই ওরির একটি ফ্যান পেজ থেকে বলা হয়েছিল যে এবার বড়পর্দায় নতুন রূপে দেখা যাবে তাঁকে। কিন্তু এবার এই জল্পনায় সিলমোহর দিলেন ওরি নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে ফাঁকা সিনেমা হলের স্ক্রিনে ওরির অভিনীত একটি ভিডিও ক্লিপ চলছে। তাতেই অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি নতুন শুরুর ইঙ্গিত এইভাবেই দিলেন তিনি। কিন্তু ওরির অভিনয় কোথায় দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়।
