নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের নতুন জুটি এবং তাঁদের মধ্যে শুরু হওয়া নতুন সম্পর্ক নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 'অনিকেত' আর 'শ্যামলী'র জুটি এখন অতীত। বর্তমানে 'মন্দার' আর 'রোহিনী'র জুটিকে দারুন পছন্দ করছেন দর্শক।
ধারাবাহিকে কিছুদিন পর পরই নতুন ট্র্যাক দেখতে পান দর্শক। কিছুদিন আগেই যে 'মন্দার', 'শ্যামলী'র জীবন প্রায় নষ্ট করে দিতে বসেছিল, 'অনিকেত' এবং 'শ্যামলী'র মাঝে প্রায় ভিলেন হয়ে প্রবেশ করেছিল, সেই 'মন্দার' আজ 'রোহিণী'র জীবনের হিরো। যে 'রোহিণী' তার অতীতের জন্য পুরুষদের খুব একটা পছন্দ করতো না, পরিস্থিতির কারণে 'মন্দার'কে মন দিয়ে ফেলেছে সে।
'মন্দার" সকলের কাছে খারাপ হলেও 'রোহিণী' যেন চিনতে পেরেছে তার ভিতরের আসল মানুষটাকে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এখন 'মন্দার'-এর পাশে 'রোহিণী'। তবে শুধু 'রোহিণী'ই নয়, 'মন্দার'ও মন দিয়ে ফেলেছে তাকে। ধারাবাহিকে এই গল্প এই মুহূর্তে বেশ পছন্দ করছেন দর্শক মহল। দর্শকের অন্যতম পছন্দের জুটি হয়ে উঠেছে তারা।
এমনকী সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন 'অনিকেত', 'শ্যামলী'র চেয়ে এই জুটির প্রেম আরও একটু বেশি করে দেখানো উচিত। তবে 'রোহিণী' আর 'মন্দার'কে কি মেনে নিতে পারবে 'অনিকেত', 'শ্যামলী'? দাদা বোনের সম্পর্কে কি চিড় ধরবে 'মন্দার'-এর জন্য? উত্তর মিলবে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'র আগামী পর্বে।
ধারাবাহিকে কিছুদিন পর পরই নতুন ট্র্যাক দেখতে পান দর্শক। কিছুদিন আগেই যে 'মন্দার', 'শ্যামলী'র জীবন প্রায় নষ্ট করে দিতে বসেছিল, 'অনিকেত' এবং 'শ্যামলী'র মাঝে প্রায় ভিলেন হয়ে প্রবেশ করেছিল, সেই 'মন্দার' আজ 'রোহিণী'র জীবনের হিরো। যে 'রোহিণী' তার অতীতের জন্য পুরুষদের খুব একটা পছন্দ করতো না, পরিস্থিতির কারণে 'মন্দার'কে মন দিয়ে ফেলেছে সে।
'মন্দার" সকলের কাছে খারাপ হলেও 'রোহিণী' যেন চিনতে পেরেছে তার ভিতরের আসল মানুষটাকে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এখন 'মন্দার'-এর পাশে 'রোহিণী'। তবে শুধু 'রোহিণী'ই নয়, 'মন্দার'ও মন দিয়ে ফেলেছে তাকে। ধারাবাহিকে এই গল্প এই মুহূর্তে বেশ পছন্দ করছেন দর্শক মহল। দর্শকের অন্যতম পছন্দের জুটি হয়ে উঠেছে তারা।
এমনকী সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন 'অনিকেত', 'শ্যামলী'র চেয়ে এই জুটির প্রেম আরও একটু বেশি করে দেখানো উচিত। তবে 'রোহিণী' আর 'মন্দার'কে কি মেনে নিতে পারবে 'অনিকেত', 'শ্যামলী'? দাদা বোনের সম্পর্কে কি চিড় ধরবে 'মন্দার'-এর জন্য? উত্তর মিলবে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'র আগামী পর্বে।
