মাঝরাতে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা, সিসিইউতে চিকিৎসাধীন মদন || চেন্নাইয়ে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.‌২ || ভোটে হারের পরেই পেলেন চোট, হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী || আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৩ || হাওড়াগামী জনশতাব্দীতে আগুন || উত্তরবঙ্গগামী কাঞ্চনকন্যা–সহ ৫ ট্রেন বাতিল, কলকাতা থেকে অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি || মিগজাউমের প্রভাবে শুক্রবার অবধি বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে কমবে তাপমাত্রা || অসমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.‌৫ || জলদাপাড়ায় চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার || ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা ||

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

Tollywood: সব রকম অ্যাসিড টেস্ট হয়েছে, ‘বগলামামা’ নিয়ে কোনও দুশ্চিন্তা নেই: ধ্রুব

নিজস্ব সংবাদদাতা | ১৪ নভেম্বর ২০২৩ ২২ : ৫৪


ধ্রুব বন্দ্যোপাধ্যায় নাকি জাদু জানেন? তাঁর ধুলোমুঠি সোনা হয়। উদাহরণ, ‘সোনাদা’ ফ্র্যাঞ্চাইজি। সাহিত্য নয়, নিজের তৈরি গোয়েন্দাকে তিনি বাণিজ্যিক সফল করেছেন। সেই তিনিই পথ বদলেছেন। এবারের শীতে গোয়েন্দা, রহস্য-রোমাঞ্চ ছেড়ে কৌতুকধর্মী ছবি ‘বগলামামা যুগ যুগ জিও’ উপহার দিচ্ছেন। যার জেরে ‘পাতালঘর’-এর পরে ফের খরাজ মুখোপাধ্যায় প্রচারের আলোয়। সাংবাদিকেরা ছেঁকে ধরেছেন তাঁকে! কেমন লাগছে ধ্রুবর? প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। ভিড়ের দিকে এক ঝলক নজর বুলিয়েই বিনীত জবাব, ‘‘তিনজনকে সম্মান জানানোর খুব ইচ্ছে ছিল। খরাজদা বগলামামা আর তাঁর স্রষ্টা রাজকুমার মৈত্রকে। আগামী ছবিতে তিনটে ইচ্ছেই পূর্ণ হচ্ছে। তৃপ্ত বলব না, ভাল লাগছে।’’

শহর এখনও উদযাপনে বুঁদ। সোমবারের মিঠেকড়া রোদে সেই আমেজ ভরপুর। সেই আমেজ গায়ে মেখে এদিন মুক্তি পেল পরিচালকের আগামী ছবির ট্রেলার। ছবিতে খরাজকে ঘিরে কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, রেশমি সেন, ঋদ্ধি সেন, দিতিপ্রিয়া রায়-সহ এক ঝাঁক অভিনেতা। ট্রেলারমুক্তির পদ্ধতিও অভিনব। ছয়, সাতের দশকে চোঙা মাইক আর ঢ্যাঁড়া পিটিয়ে যে কোনও খবর গ্রাম, গঞ্জ, শহরে ছড়িয়ে দেওয়া হত। সেই আদলেই এদিন জ্ঞানমঞ্চের সভাগৃহে দেখা দিলেন অভিনেতারা। মঞ্চজুড়ে সপরিবার বগলামামা। সেই আগের ঢিলে প্যান্টলুন, ততধিক ঢিলেঢালা হাওয়াই শার্ট, পায়ে ক্যাম্বিসের জুতো, কালো ছাড়া হাতে ‘বগলামামা’ ওরফে খরাজের প্রবেশ। যেন নারায়ণ দেবনাথের আঁকা ছবি হুবহু উঠে এসেছে বইয়ের পাতা থেকে! 
 
‘সোনাদা’র সঙ্গে ধ্রুবর ঝুলিতে ‘গোলন্দাজ’, সিরিজ ‘টিকটিকি’। প্রত্যেকটি কাজ তারকাখচিত। তাঁদের আলো অবশ্যই ছবির সাফল্যের অন্যতম নেপথ্য কারণ। এবারের ছবিতে অভিনেতাদের ভিড়। সাফল্য নিয়ে কোনও ভয় বা দ্বিধা? পাঁচ বছর ধরে ময়দানে থাকতে থাকতে পরিচালক বুঝে গিয়েছেন, তারকারা ছবিমুক্তির পরের তিন দিন পর্যন্ত অবশ্যই জ্বলজ্বল করেন। ছবির ভাগ্য নির্ধারিত হয় লোকমুখের প্রচারে। পরিচালকের কথায়, ‘‘ভাল বিষয়ের সঙ্গে পোড় খাওয়া অভিনেতাদের যুগলবন্দি সোনায় সোহাগা। দর্শকের ভাল লাগতে বাধ্য। আর ভাল লাগলেই লোকের মুখেমুখে ছবির কথা ছড়িয়ে যাবে। ‘বগলামামা’ তেমনই ছবি। ফলে, ভয়-দুশ্চিন্তা কিচ্ছু নেই।’’ ছবি যাতে নিখুঁত হয় তার জন্য তিনি শুটের আগে এক মাস সবার মহড়া দিয়ে নিয়েছেন। সেখানে খরাজ থেকে কৌশিক— সবাই উপস্থিত ছিলেন। পরিচালকের মতে, ‘‘তারপর সবাই যখন ক্যামেরার সামনে এলেন, আমায় আর কিছু বলতেই হল না। প্রত্যেকে তাঁর সেরাটা দিলেন।’’ খরাজ-অপরাজিতা না কৌশিক-অপরাজিতা, কোন রয়াসন বেশি গাঢ়?পরিচালকের চোখে "সেরার সেরা" চারজন। এই তিন অভিনেতার সঙ্গে জুড়ে দিয়েছেন রজতাভকেও। দাবি, এঁরা পুরো ছবিতে মারকাটারি। সিনেমার সম্পদ।



প্রায় এক যুগেরও বেশি সময় বাংলা ও বাঙালি রহস্যে মজে। সিনেমা থেকে সিরিজ— সর্বত্র এই ঘরানার অনায়াস গতিবিধি। ধ্রুবর মনে হয়েছে, আর কত দিন? বিশেষ করে, করোনা যখন মানুষের মুখ থেকে হাসি কেড়ে নিয়ে চলে গিয়েছে! মন খুলে শেষ কবে হেসেছে সবাই? মনেই নেই কারও। সেই অনাবিল আনন্দ ফিরিয়ে দিতেই তিনি বগলামামার শরণ নিয়েছেন। ছোটবেলা থেকে এই চরিত্রের প্রতি তাঁর ভয়ানক লোভ। ক্যামেরার পিছনে আসার পর থেকে ইচ্ছে, ক্যামেরায় এই মজার চরিত্রকে ধরবেন। দু’বছর আগে খরাজকে সেইমতো বলেও রেখেছিলেন, তাঁকে নিয়ে ছবি বানাতে চলেছেন! পরিচালনা করতে করতে নিশ্চয়ই নিজের ছোটবেলা ফিরে দেখেছেন? তার কোনও ছায়া ছবিতে পড়েছে? পরিচালকের মতে, সবার ছোটবেলা এই ছবিতে অভিনয় করতে করতে ফিরে এসেছে। তাই কারও অভিনয় দেখে মনে হবে না, তাঁরা অভিনয় করেছেন। উদাহরণ হিসেবে তিনি ঋদ্ধির কথা বলেছেন। দাবি, ‘‘ঋদ্ধি মানেই যেন গুরুগম্ভীর ব্যাপার। ও যে আদতে বাচ্চা। মজার ছবিতে দুর্দান্ত অভিনয় করতে পারে, কেউ ভাবতেই পারে না। অথচ ছবিতে ঋদ্ধি যতটা মজার ততটাই রোম্যান্টিক। দিতিপ্রিয়াকে নিয়ে জমিয়ে দিয়েছে।’’ ছোটপর্দার রানিমা প্রসঙ্গেও তাঁর বক্তব্য, হাবেভাবে ঠাকুমা! অথচ ছবির সবচেয়ে বড় আকর্ষণ। শুটিং স্পটকে তো ‘বাচ্চা গ্যাং’ পিকনিক স্পট বানিয়ে দিয়েছিল!

এত মজার মধ্যেও ভয়ানক ঘটনা ঘটেছে। টিম ‘বগলামামা’ তখন বোলপুরে। হঠাৎ একদিন শিলাবৃষ্টি! ধ্রুবর জবানিতে, ‘‘আধলা ইঁটের মতো শিলা। মাথায় পড়লে মাথা ফাটবে। দেখতে দেখতে বোলপুর পুরু বরফের চাদরের নীচে। পোশাক-আশাক নষ্ট। অনেক প্রপস উড়ে গিয়েছে। সেটে এক হাঁটু কাদা। আমাদের মাথায় হাত।’’ সবাই প্রথমে হতভম্ব। তারপর হাতে হাত লাগিয়ে নিমেষে সব পরিষ্কার। বিকেলে শুটের সময় বোঝার উপায় নেই সেটে এত বড় বিপর্যয় ঘটে গিয়েছে! পরিচালকের যুক্তি, একেই বলে টিমওয়র্ক। 



কথায় আছে, সব ভাল যার শেষ ভাল। সপরিবার উপভোগ করার মতো ছবি। আরও কড়া শীতে ‘বগলামামা’ এলে বেশি ভাল হত? অন্তত ‘টাইগার ৩’-এর কাঁটা খচখচ করত না! কথা ফুরনোর আগেই দরাজ হাসি ধ্রুবর। সাফ বললেন, ‘‘প্রথম ছবিমুক্তির সময় ‘অ্যাভেঞ্জার্স’ বিপরীতে। দ্বিতীয় ছবির সময়েও তাই। তখন উতরে গেলে এটাও পারব।’’ একটু থেমে আত্মবিশ্বাসী গলায় বার্তা, ‘‘সবরকম অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে গিয়েছে। ‘টাইগার ৩’কে নিয়ে তাই আর ভাবছি না।’’




বিশেষ খবর

নানান খবর

Merlin

নানান খবর

Tollywood: বিয়ের থিম গোলাপি, লাজহোম, মালাবদল, নন্দিনীর পৌরোহিত্য, চারহাত এক সন্দীপ্তা-সৌম্যর

Breaking: মেলাচ্ছেন তিনি...! সৃজিতের আগামী ছবিতে দেব-রুক্মিণী, পরমব্রত-স্বস্তিকা, অনপুম?

KIFF 23: আমিও নতুন ছিলাম, প্রত্যাখ্যাত হয়েছি, তাই অভিজিতের মতো পরিচালকদের হ্যাঁ বলি: স্বস্তিকা

KIFF 23: বৃষ্টিভেজা রাত, শহরের বুক চিরে ছুটন্ত ট্যাক্সি! আর কী কী আছে ‘এ রাইড ইন দ্য রেন’-এ?

KIFF 23: সত্যজিতের ছবি উদ্বুদ্ধ করেছে ব্রুস বেরেসফোর্ডকে, সৃজিতকে জানালেন অস্ট্রেলীয় পরিচালক

Vani Kapoor: বছর শেষে যশরাজ ব্যানারে কোন ছবি নিয়ে ফিরছেন বাণী কাপুর?

Tollywood: মডেলরা অভিনয় করতে পারে না, এই মিথ ভাঙতে পেরেছি: রোজা পারমিতা দে

Review: সমাজের অ-সুখ সারাবে অন্তরমহল?

Tollywood: পদ্মনাভকে নিয়ে মুম্বইয়ে রাজ, ‘পরিণীতা’র হিন্দি সংস্করণ আসছে?

Tollywood: প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবিতে ‘অযোগ্য’ থেকে ক্রমশ যোগ্য হওয়ার গল্প শোনাবেন কৌশিক?

Bollywood: হিমাংশু কোহলির ‘ইয়ারিয়া’ কলকাতার সঙ্গে? চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি?

KIFF23: বুম্বাদা থেকে ‘ভাইজান’, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড একাকার

KIFF 23: ২০১৬-য় আমার ‘বেঁচে থাকার গান’ উদ্বোধনী ছবি ছিল, উৎসবে এসে স্মৃতিমেদুর টোটা

KIFF 23: বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন! আমিও টলিউডে অভিনয় করতে চাই: সলমন

Tollywood: প্রসেনজিতের পর বিক্রম মোতওয়ানের পছন্দ টোটা, সিরিজ না ছবিতে জুটি বাঁধলেন তাঁরা?

Bollywood: যকৃতের সমস্যায় প্রয়াত ‘সিআইডি’র দীনেশ ফড়নিশ! দ্য একাডেমি মিউজিয়াম গালায় দীপিকা