আজকাল ওয়েবডেস্ক : শৌচালয় থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার দুপুরে বাগুইআটির জগৎপুর বাজারে যে বাড়ির শৌচালয় থেকে এই দেহটি উদ্ধার হয়েছে সেটি এক চিকিৎসকের বাড়ি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে স্থানীয় বাগুইআটি থানার পুলিশ ছাড়াও বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশও যায়। জানা গিয়েছে, তিনতলা ওই বাড়িটি চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় ভাড়া দিয়ে রেখেছিলেন। এদিন চিকিৎসক বাড়ি পরিস্কার করার সময় দেখেন তিনতলায় ওই শৌচালয়টিতে একটি জলের ড্রাম সিমেন্ট দিয়ে আটকানো। পচা গন্ধ বেরোচ্ছে। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ড্রামের মুখ কেটে দেখে ভেতরে একটি মৃতদেহ রয়েছে এবং সেটি অনেকটাই পচে গেছে। পুলিশের একটি সূত্র জানায়, ড্রামের ভেতরেও বেশ কিছুটা সিমেন্ট পাওয়া গেছে। অনুমান, গন্ধ যাতে না বেরোতে পারে সেজন্যই মৃতদেহের ওপর সিমেন্ট গোলা দিয়ে দেওয়া ছিল। দেহটি কার এবং ওই বাড়িতে কারা কারা ভাড়া নিয়েছিলেন সেবিষয়ে পুলিশের তরফে অনুসন্ধান চালানো হচ্ছে।
