SNU

বৃহস্পতিবার ২০ জুন ২০২৪

সম্পূর্ণ খবর

পৌরাণিক চরিত্রে এবার দীপান্বিতা রক্ষিত সান বাংলায় মা শীতলার চরিত্রে দেখা যাবে তাঁকে

AM | ২২ মে ২০২৪ ১৫ : ৩৩


সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’-র গল্পে এবার বড়সড় অদল বদল ঘটতে চলেছে। গল্প ১২ বছর এগিয়ে যাচ্ছে। ছোট শীতলা এখন বড় হয়ে গিয়েছে। এতদিন ছোট শীতলার ভূমিকায় অভিনয় করছিলেন শুভশ্রী চক্রবর্তী। এবার বড় শীতলার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। দীপান্বিতা এর আগে স্টার জলসার 'তুঁতে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।