বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | IPL 2024: রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় হায়দরাবাদের, দ্বিতীয় হার বাটলারদের

Sampurna Chakraborty | ০২ মে ২০২৪ ২৩ : ৫৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: থামল রাজস্থানের অস্বমেধের ঘোড়া। নাটকীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় সানরাইজার্স হায়দরাবাদের। মাত্র ১ রানে রাজস্থান রয়্যালসকে হারালেন কামিন্সরা। খাদের কিনারে থেকে ফিরে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ। অন্যদিকে নিশ্চিত জয় মাঠে ফেলে এল সঞ্জু স্যামসনের দল। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০১ রান তোলে হায়দরাবাদ। শেষ বলে ৭ উইকেটের বিনিময়ে ২০০ রানে থামে রাজস্থানের ইনিংস। ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। অনায়াসেই করা যায়। কিন্তু ১৯তম ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন কামিন্স। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। ভুবনেশ্বরের ওভারে প্রায় জয়ের কাছাকাছি দলকে পৌঁছে দিয়েছিলেন রোভমান‌ পাওয়েল। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ১ রান করলে সুপার ওভার। কিন্তু ক্যারিবিয়ান ক্রিকেটারকে এলবিডব্লু করেন ভুবি। নাটকীয় প্রত্যাবর্তনে জোড়া হারের পর জয়ে ফিরল সানরাইজার্স। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল কামিন্সরা।‌ অন্যদিকে চলতি আইপিএলে দ্বিতীয় যার রাজস্থানের। তাসত্ত্বেও সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করে একনম্বরে রাজস্থান। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কিন্তু শুরুটা এদিন ভাল হয়নি। দলের ২৫ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স। মাত্র ১২ রানে ফিরে যান অভিষেক শর্মা। এদিন চেনা ছন্দে পাওয়া যায়নি ট্রাভিস হেডকে। অর্ধশতরান করলেও ততটা মারমুখী ছিলেন না। ৪৪ বলে ৫৮ রান করে ফেরেন হেড। ইনিংসে ছিল ৩টি ছয়, ৬টি চার।বৃহস্পতি সন্ধেয় ম্যাচের আসল নায়ক নীতিশ কুমার রেড্ডি। চার নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং। যুজবেন্দ্র চাহালের ওভারে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় তাঁকে। এক ওভারে ২১ রান নেন তিনি। ৮টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪২ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে মিলে শেষদিকে দলকে দুশো রানের গণ্ডি পার করান‌ হেনরিচ ক্লাসেন। ৩টি ছয় এবং চারের সাহায্যে ১৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার। ২০ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে সানরাইজার্স। 

রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। ১ রানে জোড়া উইকেট হারায়। ফিরে যান দলের দুই সেরা ব্যাটার জস বাটলার এবং সঞ্জু স্যামসন। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম বলেই আউট রাজস্থানের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার। শূন্য রানে ভুবনেশ্বর কুমারের বলে জ্যানসেনের হাতে ধরা পড়েন। একই ওভারের পঞ্চম বলে আউট সঞ্জু স্যামসন। শূন্য রানে ফেরেন রাজস্থানের অধিনায়কও। প্রথম ওভারে জোড়া উইকেট নিয়ে রাজিস্থানকে ব্যাকফুটে ঠেলে দেন ভুবনেশ্বর কুমার।দলকে ম্যাচে ফেরান যশস্বী জয়েসওয়াল এবং রিয়ান পরাগ। তৃতীয় উইকেটে ১৩৪ রান যোগ করেন তাঁরা। দু"জনেই অর্ধশতরান করেন। এরা ব্যাট করার সময় মনে হয়েছিল অনায়াসেই জিতে যাবে রাজস্থান। কিন্তু যশস্বী, রিয়ান আউট হতেই বিপদে পরে রাজস্থান। ২টি ছয়, ৭টি চারের সাহায্যে ৪০ বলে ৬৭ করেন তরুণ ওপেনার। অন্যদিকে ৪৯ বলে ৭৭ রান করেন রিয়ান পরাগ। ইনিংসে ছিল ৪টি ছয়, ৮টি চার। এরপরও জেতার সুযোগ ছিল রাজস্থানের। কিন্তু ব্যাক টু ব্যাক ওভারে শিমরন হেটমেয়ার এবং ধ্রুব জুরেলের আউট ম্যাচের টার্নিং পয়েন্ট। নিশ্চিত হারের মুখ থেকে ফিরল হায়দরাবাদ। শেষ বল পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি রোভমান পাওয়েল। ১৫ বলে ২৭ রান করে আউট হন। শেষ বলে ১ রানে জেতে সানরাইজার্স। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

রাজনৈতিক অস্থিরতার মাঝে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্তা...

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পাকিস্তান যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল...

কাউন্টিতে পাঁচ উইকেট, বোর্ডকে নিজের উপস্থিতির জানান দিলেন একসময়ের তারকা স্পিনার ...

খেলার টিকিটে নয়, বিশ্বকাপ আয়োজন করে কোন ঘুরপথে ভারতের ১১ হাজার কোটি উপার্জন, দেখুন ...

বাবরের সঙ্গে জুটি বাঁধতে পারেন কোহলি, কোন টুর্নামেন্টে একই দলে দেখা যাবে ভারত-পাক মহাতারকাকে?...

আনোয়ারের জরিমানার বিরুদ্ধে আবেদন করবে ইস্টবেঙ্গল ...

চলে গেলেন বাংলার টেবিল টেনিসের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল...

এমবাপ্পে, হালান্ড: ভবিষ্যতের ব্যালন ডি অর জয়ীদের তালিকায় কারা? জানিয়ে দিলেন সিআর সেভেন...

যোগরাজের বর্তমান স্ত্রী যুবরাজের মা নন?‌ সিং পরিবারের সম্পর্কের ইতিহাস ঘিরে রহস্য সর্বত্র ...

অ্যাথলিট প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল, সেই প্রেমিকেরও মৃত্যু হল ঝলসে ...

মানোলোর কোচিংয়ে মুখ থুবড়ে পড়ল ভারত, ঘরের মাঠে সিরিয়ার কাছে হার ৩ গোলে ...

বাংলাদেশকে এখানে খেলতে দেব না, হুঙ্কার হিন্দু মহাসভার, কিন্তু কেন?‌ ...

এক বা দুই নয়, ইংল্যান্ডকে হারাতে দশ বছর লেগে গেল শ্রীলঙ্কার ...

এবার আসুক অস্ট্রেলিয়ায়, দেখে নেব, ভারতকে হুঙ্কার এই অসি পেসারের...

ইতালির জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলারকে নাকচ করে দিল আইএসএল ক্লাব, কারণ জানুন ...



সোশ্যাল মিডিয়া



05 24