আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুদিন আগেই গোয়ার হয়ে খেলবেন বলে জানিয়ে দিয়েছিলেন যশস্বী জয়েসওয়াল। চুক্তিও নাকি করে ফেলেছিলেন। সেই যশস্বী আবার মুম্বইয়ের হয়েই খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।


গত এপ্রিলেই মুম্বই ক্রিকেট সংস্থার কাছে ‘‌নো অবজেকশন সার্টিফিকেট’‌ চেয়েছিলেন যশস্বী। জানিয়েছিলেন তিনি গোয়ার হয়ে খেলতে চান। মুম্বই ক্রিকেট সংস্থা তাঁকে অনুমতিও দিয়ে দিয়েছিল। কিন্তু সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের হয়ে ফের ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করে তিনি ইমেল করেছেন।


ইমেলে জয়েসওয়াল বলেছেন, ‘‌মুম্বই ক্রিকেট সংস্থার কাছে অনুরোধ আমার এনওসি প্রত্যাহার করুন। গোয়ার চলে যাওয়ার পিছনে আমার পারিবারিক কিছু কারণ ছিল। যা আপাতত স্থগিত হয়ে গেছে।’‌ তিনি আরও লিখেছেন, ‘‌তাই মুম্বই ক্রিকেট সংস্থার কাছে অনুরোধ আগামী মরসুমটা আমাকে মুম্বইয়ের হয়ে খেলার অনুমতি দিন। আমি এনওসি এখনও গোয়া ক্রিকেট সংস্থা বা বিসিসিআইয়ের কাছে জমা দিইনি।’‌


উত্তরপ্রদেশের ভাদোহি থেকে অনেক কম বয়সেই মুম্বই চলে এসেছিলেন যশস্বী। অনেক কষ্ট করে এই জায়গায় এসেছেন যশস্বী। দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। আইপিএল খেলেন রাজস্থানের হয়ে। আচমকাই যশস্বী মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তখন এটাই জানিয়েছিলেন যে আগামী মরসুমে তিনি গোয়ার অধিনায়ক হচ্ছেন। গোয়া ক্রিকেট সংস্থার সচিব শম্ভা দেশাইও জানিয়েছিলেন ‘‌আগামী মরসুমে যশস্বী আমাদের অধিনায়ক হবেন।’‌


আচমকাই ইউ টার্ন যশস্বীর। তিনি মুম্বইয়ের হয়েই খেলতে চান।