আজকাল ওয়েবডেস্ক:‌ দুর্দান্ত বোলিংয়ের পর পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভাল শুরু করল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন চা পানের বিরতিতে ভারত বিনা উইকেটে তুলে ফেলেছে ৮৪ রান। যশস্বী জয়সোয়াল ব্যাট করছেন ৪২ রানে। আর লোকেশ রাহুল ব্যাট করছেন ৩৪ রানে। যশস্বী মেরেছেন পাঁচটি চার। আর রাহুল মেরেছেন তিনটি চার।


এর আগে দ্বিতীয় দিন ১০৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের ১৫০ রানের জবাবে প্রথম দিনের শেষে ৬৭/‌৭ ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন ভারতীয় অধিনায়ক বুমরা। এরপর হর্ষিত রানা ফিরিয়ে দেন লাথান লায়নকে। কিন্তু মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড দলের রান ১০০ পার করে দেন। দশম উইকেটে গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড। স্টার্কের অবদান ২৬। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। দশম উইকেটেই হল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি। হর্ষিত রানার শিকার হন স্টার্ক। 


পারথ টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন বুমরা। অভিষেকেই তিন উইকেট পেলেন হর্ষিত রানা। মহম্মদ সিরাজের দখলে দুই উইকেট।


এরপর ভাল শুরু করল ভারত। আপাতত ১৩০ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে দশ উইকেট। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন ব্যাটিং সহজ হয়ে গেছে। যত বেশি রান তোলাই এখন ভারতের প্রাথমিক লক্ষ্য। অস্ট্রেলিয়াকে বড় টার্গেটের সামনে ফেলাই বুমরা অ্যান্ড কোম্পানির মূল লক্ষ্য এখন।