আজকাল ওয়েবডেস্ক: আরও একবার রেকর্ডবুকে নিজের নাম তুললেন যশস্বী জয়েসওয়াল। প্রবেশ করলেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগের এলিট ক্লাবে। দুই কিংবদন্তির সঙ্গে যুগ্ম দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান পেরিয়ে গেলেন যশস্বী। এজবাস্টনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই নজির গড়েন তরুণ বাঁ হাতি ওপেনার। ৪০তম টেস্ট ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। ছাপিয়ে গেলেন শচীন তেন্ডুলকর, সুনীল গাভাসকর,‌ বিজয় হাজারেদের। ম্যাচের ভিত্তিতে সবার আগে যশস্বী। ভারতীয় হিসেবে দ্রুততম ২০০০ রানে পৌঁছনোর রেকর্ড তাঁর নামে। মাত্র ২১তম টেস্টে এই নজির গড়েন। ছাপিয়ে যান সুনীল গাভাসকরকে। ২৩ টেস্টে এই রেকর্ড ছিল কিংবদন্তির। 

শুক্রবার এজবাস্টনে চার মেরে ২০০০ রানে পৌঁছন। আরও একটি রেকর্ডের মালিক যশস্বী। ২৩ বছর ১৮৮ দিনে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। তার আগে আছেন শচীন। ২০ বছর ৩৩০ দিনে টেস্টে ২০০০ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন খুব বেশিক্ষণ উইকেটে টিকে না থাকলেও সংক্ষিপ্ত বিধ্বংসী ইনিংস খেলেন। ২২ বলে ২৮ রান করে আউট হন। যার মধ্যে রয়েছে ছ'টি বাউন্ডারি। তবে বিতর্কিত আউট হন। জস টাংয়ের বলে ড্রাইভ করতে গিয়ে এলবিডব্লিউ হন। রিভিউ নেন যশস্বী। কিন্তু ডিআরএসের টাইমার শেষ হয়ে যাওয়ার দাবিতে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বেন স্টোকস। শেষমেষ রিভিউ পাওয়া সত্ত্বেও লাভ হয়নি। প্যাভিলিয়নে ফেরেন যশস্বী। এজবাস্টনে প্রথম ইনিংসে মাত্র ১৩ রানের জন্য শতরান হাতছাড়া করেন। তবে এই বয়সে লাল বলের ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা অতুলনীয়। ওপেনিংয়ে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হয়ে উঠেছেন যশস্বী।