আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে টেস্ট সিরিজে অনেক রান করেছিলেন। কিন্তু এশিয়া কাপের দলে সুযোগ পাননি যশস্বী জয়েসওয়াল। যশস্বীকে রাখা হয়েছে স্ট্যান্ডবাইয়ের তালিকায়। কেন যশস্বী সুযোগ পেলেন না, তা নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে। অবশেষে এশিয়া কাপের মাঝেই এশিয়া কাপের দলে না থাকা নিয়ে মুখ খুললেন ভারতের টেস্ট দলের ওপেনার।
যশস্বীর স্পষ্ট বক্তব্য, ‘আমি এসব নিয়ে একেবারেই ভাবি না। এগুলো নির্বাচকদের হাতে। টিম কম্বিনেশন দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি যতটা পারব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। যখন আমার সময় আসবে, তখন সব ঠিক হয়ে যাবে। আমি শুধু পরিশ্রম করতে চাই আর নিজের কাজটা করে যেতে চাই।’
এশিয়া কাপের দলে হয়ত সুযোগ মেলেনি। প্রধান নির্বাচক অজিত আগরকার যশস্বীকে নিয়ে বলেছিলেন, ‘ওর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে।’ ভারতের জার্সিতে ২৩টি টি–টোয়েন্টিতে ৭২৩ রান করা ব্যাটার এখন এশিয়া কাপের দলে না থাকা নিয়ে অত ভাবছেন না। বরং তা ভুলেছেন। তার চেয়ে ভবিষ্যতের জন্য লক্ষ্য ঠিক করে রেখেছেন তিনি।
যশস্বী নিজের মুখেই বলেছেন, ‘আমার আসল লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া। ২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। যখন আমরা দেশে ফিরেছিলাম, তখন আমাদের মহা আড়ম্বরে স্বাগত জানানো হয়েছিল।’
আরও পড়ুন: পাক বংশোদ্ভূত ওমান ক্রিকেটারকে বুকে জড়িয়ে ধরলেন সূর্য, মহারণের আগে কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?...
এটা ঘটনা, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হবে ওয়ানডে বিশ্বকাপ। এখনও পর্যন্ত দেশের জার্সিতে মাত্র একটি ওয়ানডে খেলেছেন যশস্বী। ওয়ানডে বিশ্বকাপে জিতে কি তিনি ২০২৪–র দেশে ফেরার স্মৃতি ফেরাতে পারবেন? রোহিত তো আছেনই, শুভমান গিল, অভিষেক শর্মাদের সঙ্গেও প্রতিযোগিতা কিন্তু যথেষ্ট বেশি। এই লড়াইটা করেই দলে ঢুকতে হবে যশস্বীকে।
এদিকে, আট মাস পর জাতীয় দলে ফিরেই রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। টি–টোয়েন্টি আন্তর্জাতিকে করে ফেললেন বিশ্বরেকর্ড। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার। পিছনে ফেললেন পাকিস্তানের হ্যারিস রউফকে। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন অর্শদীপ।
তবে এই বিশেষ মুহূর্তটির জন্য তারকা পেসারকে অপেক্ষা করতে হল আট মাস। চলতি বছরের জানুয়ারি মাসেই তিনি ৯৯টি উইকেট তুলে ফেলেছিলেন। তারপর আর টি–টোয়েন্টি হয়নি। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে সুযোগ পাননি। অবশেষে ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতেই ১০০তম উইকেটটি নিজের ঝুলিতে পুরে ফেলেন অর্শদীপ।
মাত্র ৬৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তাঁরই টি–টোয়েন্টিতে ১০০ উইকেট রয়েছে। ভারতের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট তোলেন বিনু মানকড়, ওয়ানডেতে কপিল দেব। এবার তাঁদের সঙ্গে নাম উঠল অর্শদীপেরও। এর আগে পাক পেসার হ্যারিস রউফ ৭১ ইনিংসে ১০০ উইকেট পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। তবে সব মিলিয়ে আইসিসি পূর্ণ সদস্য দলগুলির বোলারদের মধ্যে তিনি আছেন তৃতীয় স্থানে। আফগানিস্তানের স্পিনার রশিদ খান (৫৩ ইনিংস) ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা (৬৩ ইনিংস) দ্রুততম হিসেবে টি–টোয়েন্টিতে ১০০ উইকেট পেয়েছেন। ২০২২ সালে টি–টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল অর্শদীপের।
