আজকাল ওয়েবডেস্ক: ছেলেদের সঙ্গে মেয়েদের ক্রিকেটের পার্থক্য মুছে দিল আইসিসি। এবার একই অর্থ পাবেন বিরাট কোহলি এবং হরমনপ্রীত সিংরা। সামনেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এবার তার জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। যা ২০২৩ সালের বিশ্বকাপের দ্বিগুণ। আগের বছরের তুলনায় চ্যাম্পিয়ন দল ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসেবে এক মিলিয়ন ডলার পেয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার। যা প্রায় ২০ কোটির কাছাকাছি। রানার্স দলের ক্ষেত্রেও সমান। তাঁরাও এবার ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে। রানার্স পাবে ১.১৭ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ কোটি টাকা। ভারতীয় মুদ্রায় প্রায় মোট ৬৬ কোটি টাকার পুরস্কার দেবে আইসিসি। মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই সিদ্ধান্ত।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, 'মেয়েদের আইসিসি টি-২০ বিশ্বকাপ আইসিসির প্রথম ইভেন্ট হতে চলেছে যেখানে ছেলেরা এবং মেয়েরা একই পুরস্কার মূল্য পাবে। ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য মাইলস্টোন। ২০২৩ জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।' চ্যাম্পিয়ন এবং রানার্স দল ছাড়াও রয়েছে বিভিন্ন পুরস্কার। সব ক্ষেত্রেই পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল আগের বিশ্বকাপের থেকে তিনগুণ বেশি পুরস্কার মূল্য পাবে। ভারতীয় মুদ্রায় যা সাড়ে পাঁচ কোটির একটু বেশি। এখানেই শেষ নয়। টি-২০ বিশ্বকাপে পাঁচ থেকে আট নম্বরে শেষ করা দলগুলোর জন্যও থাকছে বিশেষ পুরস্কার মূল্য। প্রত্যেক দল প্রায় সোয়া দুই কোটি টাকা পাবে। খালি হাতে ফিরবে না নবম এবং দশম স্থানে শেষ করা দলগুলোও। তাঁদের জন্য থাকছে পুরস্কার মূল্য। যা এক কোটির বেশি। গ্রুপ পর্বের ম্যাচেও পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। জয়ী দলগুলো ৭৮ শতাংশ বেশি টাকা পাবে। প্রতিযোগিতায় অংশ নিলেই আর্থিক পুরস্কার। প্রত্যেক দল ন্যূনতম ৯৪-৯৫ লক্ষ পাবে।