আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিসবেন টেস্টে বৃষ্টির ভ্রুকুটি। শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে গাব্বা টেস্ট। আর প্রথমদিনই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্রিসবেনে রয়েছে ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। আকুওয়েদার জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথমদিন। ফলে খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে যথেষ্টই।


আকুওয়েদারের মতে, আগামী চার দিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। টেস্টের দ্বিতীয় দিন সকালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তৃতীয় ও পঞ্চম দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আর হলেও হালকা। আর চতুর্থদিন দুপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।


বর্ডার গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্টে বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। যদিও পারথে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। আর ব্রিসবেন টেস্টে আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টির আশঙ্কা তো থাকছেই। তবে মেঘলা আবহাওয়ায় জোরে বোলাররা সুবিধা পাবে। তাই টস জেতা দল শুরুতে বোলিং করতে চাইবে।


এটা ঘটনা ব্রিসবেন টেস্টের ফলাফলে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। প্রসঙ্গত, পারথ টেস্ট শেষ হয়েছিল চতুর্থ দিনের প্রথম সেশনে। আর এডিলেড টেস্ট শেষ হয়ে যায় মাত্র আড়াই দিনের মধ্যেই। 


শনিবার ভোর ৫.‌৫০ থেকে শুরু হবে গাব্বা টেস্ট। প্রসঙ্গত, এটাই গাব্বায় শেষ টেস্ট। এরপরেই গাব্বায় কাজ শুরু হব অলিম্পিকের কথা ভেবে। তাই এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চায় দু’‌দলই।