আজকাল ওয়েবডেস্ক: কার্যত আত্মসমর্পণ করলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে দাঁড়াতেই পারলেন না শীর্ষবাছাই জানিক সিনারের কাছে। সিনার জিতলেন ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে। রবিবার উইম্বলডন ফাইনালে সিনারের সামনে আলকারাজ।
বিরাট কোহলি চেয়েছিলেন ফাইনাল হোক আলকারাজ ও জকোভিচের মধ্যে। কিন্তু তা হচ্ছে না। ফরাসি ওপেন ফাইনালের মতোই উইম্বলডন ফাইনালেও আলকারাজ বনাম সিনার লড়াই দেখা যাবে। ফরাসি ওপেনে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জিতেছিলেন আলকারাজ। এবার প্রতিশোধ নেবেন সিনার? না কি টানা তিন বার উইম্বলডন জিতবেন আলকারাজ? উত্তর মিলবে রবিবার।
সিনার ও জকোভিচ, দুই খেলোয়াড়ই নেমেছিলেন কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে। সিনার দু’সেটে পিছিয়েও ছিলেন। উল্টো দিকে থাকা গ্রিগর দিমিত্রভ চোট পেয়ে ম্যাচ ছেড়ে না দিলে আদৌ জকোভিচের বিরুদ্ধে খেলতে নামতে পারতেন কি না সন্দেহ ছিল। তবে সেমিফাইনালে চোটের চিহ্নমাত্র দেখা গেল না। অন্য দিকে জকোভিচকে গোটা ম্যাচেই ছন্দে পাওয়া যায়নি। কোর্টে নড়াচড়া, শট নির্বাচন, সার্ভিস–সব দিক থেকেই সিনারের থেকে অনেকটা পিছিয়ে ছিলেন তিনি।
জকোভিচের বিরুদ্ধে আগের চারটি সাক্ষাতেই জিতেছিলেন সিনার। এবার নিয়ে হল টানা পাঁচ জয়। শুক্রবার জকোভিচ সার্ভিস করে খেলা শুরু করেন। সহজেই নিজের সার্ভিস ধরে রাখেন তিনি। সিনারও সার্ভিস ধরে রাখেন। তবে তৃতীয় গেমেই জকোভিচকে ব্রেক করে দেন সিনার। টানা চারটি পয়েন্ট জিতে সিনার সেই গেম জিতে নেন। পরের সার্ভিস হোল্ড করে তিনি এগিয়ে যান ৩–১ গেমে। সেমিফাইনালে এর থেকে ভাল শুরু আর হত না। সিনার সেটাকেই গোটা ম্যাচে ধরে রাখেন।
কোয়ার্টার ফাইনালে ফ্ল্যাভিও কোবোল্লিকে হারানোর ম্যাচে শেষ দিকে কোর্টে পিছলে পড়ে যান জকোভিচ। শুক্রবারও প্রথম সেটেই তাঁকে পিছলে পড়তে দেখা যায়। অষ্টম গেমে সিনারের কাছে ০–৩০ পিছিয়ে থাকার সময় একটি রিটার্ন করতে গিয়ে পড়ে যান জকোভিচ। পরের রিটার্নটি করতেই পারেননি।
জোকোভিচকে দেখে বোঝাই যাচ্ছিল তিনি ছন্দে নেই। আধ ঘণ্টায় তাঁকে প্রথম সেট হারাতে হয়। মনে করা হয়েছিল দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াবেন। সেই আশাও মিটে যায় শুরুতেই। দ্বিতীয় গেমেই জকোভিচকে ব্রেক করেন সিনার। বোঝা যাচ্ছিল, তাঁর চোট পুরোপুরি সারেনি। উল্টো দিকে থাকা সিনার অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। গোটা ম্যাচেই তা দেখা গেল।
এদিকে, এক সেট খুইয়ে উইম্বলডন ফাইনালে উঠে গেলেন কার্লোস আলকারাজ। শুক্রবার প্রথম সেমিফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারালেন ৬–৪, ৫–৭, ৬–৩, ৭–৬ গেমে। আগের দু’বার সেন্টার কোর্টে ট্রফি জিতেছেন আলকারাজ। রবিবার স্পেনের খেলোয়াড় নামবেন হ্যাটট্রিক করতে।
২ ঘণ্টা ৪৮ মিনিটে ম্যাচ জিতেছেন আলকারাজ। তবে বেশ কয়েক বার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে তাঁকে। দ্বিতীয় সেটের শেষ দিকে মনঃসংযোগে ঘাটতি হওয়ায় জিততে পারেননি। তবে তৃতীয় সেটে ফিরে আসেন।
রবিবার জিতলে বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসাবে টানা তিনটি উইম্বলডন জয়ের নজির গড়বেন আলকারাজ। পাশাপাশি বিয়র্ন বর্গের পর দ্বিতীয় খেলোয়াড় হিসাবে পর পর দু’বছর ফরাসি ওপেন এবং উইম্বলডন একই সঙ্গে জেতার নজিরও গড়বেন আলকারাজ। বর্গ এই কাজ করেছেন টানা তিন বছর। টানা ২৪টি ম্যাচ জিতে ফাইনালে নামবেন আলকারাজ।
