আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে বুধবার ভারত–ইংল্যান্ড টি২০ ম্যাচ। দুই দলের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে ইডেন থেকেই। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ভারত খেলার দিন উইকেট দেখে করবে।


এখন প্রশ্ন আবহাওয়া কেমন থাকবে বুধবার কলকাতায়। বৃষ্টি বিঘ্ন ঘটাবে না তো? আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ ম্যাচে কোনও বিঘ্ন ঘটবে না বলেই আশা করা যায়। তবে সন্ধের পর থেকে শিশির পড়বে। তাই টস গুরুত্বপূর্ণ হতে চলেছে।


এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর ফের ২২ গজে নামছে টিম ইন্ডিয়া। তবে এবার সাদা বলের ক্রিকেট। আর টি২০ ক্রিকেটে ২০২৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত একটিও ম্যাচ হারেনি। আরও উল্লেখযোগ্য হল ২০২৩ সালের নভেম্বরের পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি।


দুই দলের মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে আছে ভারত। ভারত–ইংল্যান্ড এখনও অবধি ২৪ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩ বার। ইংল্যান্ড ১১ বার। শেষ সাক্ষাৎ ২০২৪ টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে। যে ম্যাচে ভারত উড়িয়ে দিয়েছিল ইংরেজদের।