আজকাল ওয়েবডেস্ক:‌ ২৭ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার নজির গড়েছে ক্যারিবিয়ানরা। অথচ এই দ্বীপপুঞ্জ থেকে একসময় কত তাবড় তাবড় ক্রিকেটার উঠে এসেছেন। সেই গরিমা আর নেই। হারিয়ে গিয়েছে। আর সেই হাল ফেরাতে এবার কিংবদন্তিদের শরণাপন্ন হল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। 
সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। একরাশ লজ্জার রেকর্ড গড়ে পরাজয়ের পর তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিশোর শ্যালো। সেই কারণে একটি বৈঠকও ডাকা হয়েছে ক্যারিবিয়ান বোর্ডের তরফে। সেখানে ডাকা হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের।


এছাড়াও শিবনারায়ণ চন্দ্রপল, ডেসমন্ড হেনস এবং ইয়ান ব্র্যাডশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, ক্যারিবিয়ান ক্রিকেটের গৌরব পুনরুদ্ধার করতে রিচার্ডস এবং লারাকে যুক্ত করতে চাইছেন তাঁরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেছেন, ‘‌ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস এবং ব্রায়ান লারাকে বেসরকারিভাবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা কিংবদন্তি। সেরা ব্যাটার। এছাড়াও শিবনারায়ণ চন্দ্রপল, ডেসমন্ড হেনস, ব্র্যাডশরাও থাকছেন। তাঁরা সবাই আমাদের ক্রিকেট ঐতিহ্যকে উজ্জ্বল করেছে। নতুন প্রজন্ম তৈরি করার জন্য আমরা তাঁদের সাহায্য নিতে চাই।’‌ শ্যালো আরও বলেছেন, ‘‌এমন ফলাফল খুবই হতাশাজনক। একসময় ক্রিকেট আমাদের গর্ব ছিল। আমাদের পরিচয় ছিল। কিন্তু এখনকার এই অবস্থা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে কেবল আমার নয়, এমন অবস্থা হয়েছে দলের ক্রিকেটারদেরও। ওরাও এই পরাজয় মেনে নিতে পারছে না। নতুন করে আবার শুরু করতে চাই। আগামী প্রজন্মের কথা ভেবে এগিয়ে যেতে হবে। অতীতের সেই গর্বের দিনগুলি আবার ফিরিয়ে আনতে চাই। সেই কারণে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এ ব্যাপারে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগবে। প্রত্যেকের পরামর্শ মতো পরিকল্পনা তৈরি করা হবে।’‌ 


এটা ঘটনা, সাবিনা পার্কে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২২৫। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে শামার জোসেফ ও আলজারি জোসেফের দাপটে অস্ট্রেলিয়াও ১২১ রানের বেশি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে ২০৪ রান করতে হত। প্রথম দু’টি টেস্টে হেরে থাকা নড়বড়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার যে গোলাপি বলে রানটা তুলতে পারবে না, তা কার্যত দেওয়াল লিখন ছিল। কিন্তু তারা যে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যাবে, তা ভাবা যায়নি। আর এই কারণেই কিংবদন্তি ক্রিকেটারদের দ্বারস্থ হয়েছে ক্যারিবিয়ান বোর্ড। এখন দেখার পুরনো গৌরব ফিরে পায় কিনা ওয়েস্ট ইন্ডিজ। 

২৭ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সাত জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এক ইনিংসে এই প্রথম সাত জন শূন্য রানে আউট হলেন। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এক ইনিংসে তাদের ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্টে মোট ন’বার এক ইনিংসে ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু সাত জন এই প্রথম।