আজকাল ওয়েবডেস্ক: টেস্ট থেকে অবসরের পথে বিরাট কোহলিও। বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন লাল বলের ক্রিকেট তিনি আর খেলতে চান না। সূত্রের খবর, বোর্ড কর্তারা কোহলিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন। 

প্রসঙ্গত, গত বুধবারই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার বিরাটও সেই পথে হাঁটতে চলেছেন। তবে কোহলি এখনও সরকারিভাবে কিছু জানাননি। কিন্তু লাল বলের ক্রিকেটে আর না খেলার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। 

টেস্ট থেকে বিরাটের অবসরের কথা শুনে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লারা আশাপ্রকাশ করেছেন, কোহলিকে বুঝিয়ে আরও টেস্ট খেলতে রাজি করানো হবে। 

ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে একটি ছবি দিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, ''টেস্ট ক্রিকেটের বিরাটকে দরকার!  টেস্ট থেকে যাতে ও অবসর না নেয়, তার জন্য ওকে রাজি করানো হবে। কোহলি টেস্ট ছাড়ছে না। কেরিয়ারের বাকি টেস্টগুলোয় কোহলি গড়ে ৬০-এর বেশি রান করবে।'' 

লারার কথায় যদি এখন বরফ গলে।