আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ ভারতীয় দলের হেচ কোচ হওয়ার ইচ্ছা নিয়ে নাকি মেল করেছিলেন ফেডারেশনকে। গুরপ্রীত-সুনীলদের হেডস্যর হওয়ার জন্য পেপ গুয়ার্ডিওলাও মেল করেছিলেন। এই দুই হাই প্রোফাইল ব্যক্তিত্বকে নিয়ে শুক্রবার দিনভর জল্পনা চলেছিল গোটা দেশজুড়ে

অর্থের অভাবে জাভির কথা আর ভাবেনি ফেডারেশন। এমনও এক থিওরির জন্ম হয়েছিল। কিন্তু ফেডারেশনের তরফ থেকে শনিবার জানানো হল, জাভিগুয়ার্ডিওলার নাম করে ভুয়ো মেল পাঠানো হয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থায়

বার্সার মাঝমাঠ শাসন করতেন জাভি। তাঁর ও ইনিয়েস্তার বন্ধুত্বের কথা সবারই জানা। কথিত রয়েছে, ইনিয়েস্তাজাভি পাস খেলার সময়ে বলের শব্দ শুনে তাঁদের কোচ বুঝে যেতেন দুই শিষ্য একে অপরকে পাস করে যাচ্ছেন। 

আরও পড়ুন: দল থেকে ছিটকে গিয়ে পিছু ছাড়েনি বিতর্ক, ৫ কোটি টাকার বকেয়া আদায়ের মামলায় ফাঁসলেন ভারতীয় অলরাউন্ডার

গুয়ার্ডিওলার কোচিংয়ে বার্সা মাঠে নেমে ফুল ফুটিয়েছিলএই দুই ফুটবল ব্যক্তিত্ব ভারতীয় ফুটবলের হেড কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করবেন, এটা শুনে অনেকেই অবাক হয়েছিলেন

ফেডারেশন জানিয়ে দিল কেউ বা কারা তাঁদের নাম নিয়ে ভুয়ো মেল পাঠিয়েছে ফেডারেশনের সঙ্গে মজা করে কেউ জাভিপেপের নাম নিয়ে মেল করেছেনভারতীয় ফুটবলকে নিয়ে হাসি-মস্করা করা হচ্ছে

 

ফেডারেশনের এহেন ঘোষণার পরে এক ভারতীয় তরুণ স্বীকার করে নিলেন, জাভি সেজে তিনিই বোকা বানিয়েছেন সবাইকে। সবকিছুর শুরু একটা ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে। ৪ জুলাই এআইএফএফ লিখেছিল, ‘'ভারতের পুরুষদের সিনিয়র জাতীয় দলের জন্য কোচ খোঁজা হচ্ছে''

এরপরই আসে চমকে যাওয়ার মতো খবর। ভারতের জাতীয় দলের ডিরেক্টর প্রাক্তন গোলকিপার সুব্রত পাল জানান, কোচ হতে আবেদন করেছেন জাভি। সুব্রত বলেন, ‘'জাভির নাম ছিল। আবেদনপত্র এআইএফএফ-এর মেলে এসেছে।’' ফ্যাব্রিজিও রোমানো পর্যন্ত টুইট করেন।

?ref_src=twsrc%5Etfw">July 25, 2025

এরপর এআইএফএফ জানতে পারে পেপ গুয়ার্ডিওলার নামেও একটি আবেদন জমা পড়েছে। তখনই বোঝা যায় ঘটনাটা সত্যি নয়। ফেডারেশনের তরফ থেকে জানানো হয় এগুলো ভুয়ো

একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ভেলোরের ভিআইটি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী এক ছাত্র দাবি করেন, তিনিই ওই ভুয়ো মেল পাঠিয়েছেন

সেই ছাত্রটি জানান, তিনি জাভির নামে ভুয়ো মেল আইডি বানান। এরপর চ্যাটজিপিটির সাহায্য নেন। জাভির পক্ষ থেকে একটা মেইল লেখার কমান্ড দেওয়া হয় চ্যাটজিপিটিকে। ৪ ও ৫ জুলাই দু'বার ফেডারেশনকে মেল পাঠানো হয়সিভি অবশ্য মেলের সঙ্গে পাঠানো হয়নিজাভির নামে তিনি মেল পাঠালেও গুয়ার্দিওলার নাম করে তিনি মেল পাঠাননি বলেই জানান।

 

?ref_src=twsrc%5Etfw">July 25, 2025

আরও পড়ুন:  'পাকিস্তানকে ম্যাচ ছেড়ে দেওয়া উচিত ভারতের', এশিয়া কাপের ভারত-পাক লড়াই নিয়ে সাফ কথা প্রাক্তন আরসিবি তারকার