আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত টি-২০ মুম্বই লিগের তৃতীয় সংস্করণ আয়োজিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবার আনুষ্ঠানিভাবে ঘোষণা করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি‌ লিগে প্রথম তিনের মধ্যে জায়গা পাবে এই টুর্নামেন্ট। ২৬ মে থেকে ৮ জুন ওয়াংখেড়েতে লিগের তৃতীয় সংস্করণ আয়োজিত হবে। পরবর্তী প্রজন্মকে তুলে ধরাই এই লিগের লক্ষ্য। টি-২০ মুম্বই লিগের প্রথম দুই পর্ব থেকে উঠে এসেছেন শিবম দুবে, তুষার দেশপান্ডে, শামস মুলানির মতো ক্রিকেটাররা। যারা নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। এবার বিশেষ একটি উদ্যোগ নিতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুস্থ শিশুদের এবং ব্রিহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্কুলের ছেলেমেয়েদের আমন্ত্রণ জানানো হবে। মোট আটটি দল অংশগ্রহণ করছে। ১৪ দিন ধরে চলবে লিগ। 

এমসিএর প্রেসিডেন্ট অজিঙ্ক নায়েক বলেন, 'টি-২০ মুম্বই লিগ একটা দৃষ্টান্ত। শুধু শহরের ক্রিকেটের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের জন্য। প্রথম দুই পর্বে একাধিক ক্রিকেটার উঠে এসেছে, যারা এখন আন্তর্জাতিক পর্যায় খেলছে। তারকা প্লেয়ারদের চোখের সামনে খেলতে দেখা পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে দুস্থ শিশুদের এবং বিএমসি স্কুল ছাত্র-ছাত্রীদের স্টেডিয়ামে আনতে চাই। যাতে তাঁরাও বড় স্বপ্ন দেখতে পারে।' টি-২০ মুম্বই লিগের মুখ রোহিত শর্মা। ইতিমধ্যেই ২৮০০ প্লেয়ার নাম নথিভুক্ত করিয়েছে। এটাই বলে দিচ্ছে, এই লিগকে কেন্দ্র করে কতটা উৎসাহ রয়েছে মুম্বইয়ের নতুন প্রজন্মের মধ্যে।