আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলির। আচম্বিতে কেন তিনি টেস্ট ফরম্যাট থেকে সরে গেলেন? তা নিয়ে এখনও ময়নাতদন্ত চলছে। বিশেষজ্ঞরা মুখ খুলেছেন বিষয়টা নিয়ে। 

এই আবহেই অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি চাঞ্চল্যকর দাবি করে বসেছেন। তিনি যা বলেছেন, তা যদি সত্যি হয়, তাহলে বিরাট কোহলির টেস্ট ফরম্যাট থেকে সরে যাওয়ার পিছনে কিন্তু অন্য বিষয় রয়েছে। অ্যালিসা হিলি বলেছেন, ''আইপিএল চলাকালীন কোহলিকে লাল বলে অনুশীলন করতে দেখেছি। গত কয়েক সপ্তাহে কিছু একটা ঘটেছে। সঠিকভাবে জানি না কী হয়েছে। তবে আকর্ষণীয় কিছু ঘটে থাকতে পারে। আমার মনে হয় না বিরাট ছেড়ে দিতে প্রস্তুত ছিল।'' 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার অ্যাডাম পিককের সঙ্গে আলোচনায় বসেছিলেন অ্যালিসা হিলি। আলোচনা চলাকালীন পিকক যা বললেন, তাতে বলতেই হয় কাহানি অভি বাকি হ্যায়। অজি ব্রডকাস্টার পিকক বলেন, ''পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য গত সপ্তাহে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম। আমার অনুমান গম্ভীর ও কোহলির সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য প্রকাশ পাবে আগামিদিনে।'' 

ঝুলি থেকে বিড়াল কি বেরোবে? আসল ঘটনা জানার অপেক্ষায় গোটা দেশ।