আজকাল ওয়েবডেস্ক: কী হল বিরাট কোহলির? তাঁর ব্যাট বোবা থেকে গেল পুণেতে। প্রয়োজনের সময়ে তাঁর ব্যাট গর্জে উঠল না। প্রথম ইনিংসে ১ রানের পরে দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন কোহলি।  
ভারতও হার এড়াতে পারেনি। বেঙ্গালুরুতে কিউয়ি পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে স্পিনে বিদ্ধ টিম ইন্ডিয়া। ১১৩ রানে ভারত হার মানে দ্বিতীয় টেস্ট। কোহলির ব্যাটে রান না থাকা কিন্তু ভারতের চিন্তা বাড়াচ্ছে।

এদিকে বিরাট নিজেও হতাশা গোপন করেননি। রান না পেয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে তাঁর ব্যাট দিয়ে জোরে আঘাত করেন জলের বাক্সে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের ব্যাট আছড়ে মারা দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভক্ত লিখেছেন, বিরাট ব্যাট দিয়ে বল মারো, জলের বাক্সে ব্যাট দিয়ে আঘাত করো না।'' 

এদিকে ভারত সিরিজ হারের পরে ভক্তদের নিশানায় বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের অবসর নিতে বলছেন ভক্তরা। দ্বিতীয় টেস্টে দুই তারকা ব্যাটারই ব্যর্থ হয়েছেন। রোহিত শর্মা প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেন যথাক্রমে ০ ও ৮। বিরাট কোহলি করেন ১ ও ১৭। 

 

?ref_src=twsrc%5Etfw">October 26, 2024

ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার পরে শান্ত থাকতে পারেননি ভক্তরা। কোহলি ও রোহিতের উপরে তাঁদের যাবতীয় রাগ এসে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ''টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। দু' জনেই জেন্টেলম্যান।''