আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে ব্যর্থ বিরাট কোহলি। ব্যর্থ রোহিত শর্মা। এই দুই মহাতারকাকে নিয়ে স্বপ্নের জাল বুনছিলেন ক্রিকেটভক্তরা। স্বপ্ন দেখছিল দেশও। কিন্তু রোহিত করলেন মাত্র আট। আর কোহলি খাতাই খুললেন না।

দুই মহাতারকার ব্যর্থতার দিনে ভারতের টপ অর্ডারও ব্যর্থ। একে বৃষ্টির লাল চোখ। তার উপরে ব্যাটারদের ব্যর্থতা কিন্তু নির্বাচকদের কাজটাই সহজ করবে। অজি ভূমে খেলতে নামার আগে বিরাট কোহলি বলেছিলেন, ১৫২০ বছর ধরে টানা খেলে আসছি। এই বিরতি তাঁকে শক্তি জুগিয়েছে। কোহলি আশা করেছিলেন ভাল কিছু করবেন। প্রথম ওয়ানডেতে অবশ্য তিনি কিছু করতে পারেননি। অবশ্য আরও দুটো ম্যাচ রয়েছে। সেই দিকে তাকিয়ে কোহলি। 

আরও পড়ুন:'এই বেদনা-কষ্ট নিয়েই এগিয়ে যাব...', 'আমাগো ফ্যান্স'দের কাছে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যথিত অস্কারের ...

অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বিরাটের প্রথম ডাক। ৩০-তম ওয়ানডে ইনিংস স্যর ডনের দেশে। আট বল খেলে শূন্য রানে ফেরেন কোহলি। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গেলেন। ধরা পড়ে গেলেন বিরাট।

ওয়ানডে ফরম্যাটে এটি কোহলির ১৭-তম ‘ডাক’। তিনি পিছনে ফেলে দিলেন রোহিত শর্মাকে। হিটম্যান এর আগে ১৬ বার শূন্য রানে আউট হন। তবে শূন্য রানের রেকর্ডে সবার থেকে এগিয়ে শচীন তেণ্ডুলকর। সেই সংখ্যা ২০। মাস্টার ব্লাস্টার খেলেছেন অনেক ম্যাচ। ৪৬৩টি ম্যাচে নামেন শচীন। ১৭-বার শূন্য রানে আউট হওয়ায় কোহলি এখন চতুর্থ স্থানে। তাঁর সঙ্গে একই ব্র্যাকেটে রয়েছেন হরভজন।হরভজন সিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দুটো সেঞ্চুরি করবেন কোহলি।

একসময়ে আমরা বলতাম, ''আমাদের একজন শচীন তেণ্ডুলকর আছেন।'' সেই আমরাই কয়েক বছর আগে বলতাম, ''আমাদের একজন বিরাট কোহলি আছেন।'' দেশের মানুষের অনন্ত চাপ বুকে নিয়ে বিরাট কোহলি ব্যাট হাতে দাঁড়ালে গোটা দেশের অদৃশ্য রিং টোন ছিল 'বন্দে মাতরম।'

দেশের শ্বাস-প্রশ্বাসে ছিলেন বিরাট কোহলি। তাঁকে দেখে, তাঁর 'গাণ্ডীব' ঘোরানো দেখে আমাদের গাইতে ইচ্ছা করত, ''তুই হেসে উঠলে সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়।'' সেই বিরাট কোহলি এখন পড়ন্ত সূর্য। কতদিন তিনি বহতা নদীর মতো বইবেন কেউ জানেন না। অবশ্য অনেকেই বলতে পারেন, একটা ম্যাচের পরেই 'গেল গেল' রব তোলার কী আছে! এখনও তো রয়েছে দুটো ম্যাচ। ওই দুটো ম্যাচে রান করতেই পারেন রান-মেশিন। কিন্তু মনের ভিতরে যে রয়েছে আশঙ্কা। পারবেন তো বিরাট রান করে নিন্দুকদের মুখ বন্ধ করতে? স্যর ডনের দেশই মহাতারকা বিরাটের ভবিষ্যতের দিক নির্দেশ করে যাবে। 

আরও পড়ুন: ইন্টার মায়ামির পাঁচে মেসির তিন, জিতে নিলেন সোনার বুট