আজকাল ওয়েবডেস্ক: একি কাণ্ড! বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সঙ্গে একই গ্যালারিতে অভনীত কৌর। যা দেখে তোলপাড় ইন্টারনেট। ভাইরাল হয়ে গিয়েছে ছবি। শুধুই কি কাকতালীয়? উঠছে প্রশ্ন। মঙ্গলবার উইম্বলডনে নোভাক জোকোভিচ এবং অ্যালেক্স ডি মিনাউরের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরুষ্কা। সেন্টার কোর্টের স্ট্যান্ডে তারকা দম্পতিকে দেখা যায়। স্ট্যান্ডে বসে সার্বিয়ান তারকার কোয়ার্টার ফাইনালে যাওয়া উপভোগ করেন পাওয়ার কাপল। একই ম্যাচে উপস্থিত ছিলেন অভনীত কৌর। উইম্বলডনে নিজের ছবি পোস্ট করেন বলিউডের অভিনেত্রী। যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় কোহলির অভনীতের একটি পোস্ট লাইক করা নিয়ে তুলকালাম হয়। পরে একটি পোস্ট করে বিরাট জানান, ইচ্ছাকৃতভাবে তিনি লাইক করেননি। সোশ্যাল মিডিয়ায় গোলযোগের দাবি করেন তারকা ক্রিকেটার। জানান, নিজের ফিড ডিলিট করতে গিয়ে অ্যালগরিদমের ভুলে এমন হয়েছে। যা নিয়ে প্রচুর বিতর্ক হয়। এই ঘটনার পর একই ভেন্যুতে দু'জনকে দেখে অবাক নেটিজেনরা। 

উইম্বলডনে বিরাট এবং অনুষ্কার ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। দু'জনেই গম্ভীর মুখে বসে ছিলেন। ম্যাচ চলাকালীন বারবার নিজের ফোন ঘাটতে দেখা যায় অনুষ্কাকে। পরে ইনস্টাগ্রামে জকোভিচের প্রশংসা করে কোহলি লেখেন, 'অসাধারণ ম্যাচ। গ্ল্যাডিয়েটর আবার নিজের কাজটা করেছে।' এদিকে ম্যাচের একাধিক ফটো এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভনীত। যা বিতর্ক উস্কে দেয়। এর আগে কোহলির তাঁর ছবি লাইক করার ঘটনা নিয়ে প্রচারের আলোয় চলে আসেন বলিউডের অভিনেত্রী। অভনীতের দুই মিলিয়ন ফলোয়ার বেড়ে যায়। কোটি কোটি টাকার বিজ্ঞাপন এবং এনডোর্সমেন্ট পান। এবার অল ইংল্যান্ড কোর্টেও বিতর্ক উস্কে দিলেন অভনীত। শুধুই কি কাকতালীয়? না অন্য কোনও গন্ধ রয়েছে এর পেছনে?