আজকাল ওয়েবডেস্ক: দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন মধ্যাঞ্চলের অধিনায়ক ধ্রুব জুরেল এবং পূর্বাঞ্চলের নেতা অভিমন্যু ঈশ্বরণ। শেষ মিনিটে ম্যাচ মিস করলেন দুই তারকা। কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি জুরেল। জ্বরের জন্য শেষ মুহূর্তে বাদ পড়েন অভিমন্যু। তাঁর অনুপস্থিতি পূর্বাঞ্চলের জন্য বড় ধাক্কা। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে শক্তিশালী নর্থ জোনের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। আগেই দল থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ এবং ঈশান কিষাণ। ঈশ্বরণের অনুপস্থিতে অসমের অলরাউন্ডার রিয়ান পরাগ দলকে নেতৃত্ব দিচ্ছেন। 

আসন্ন এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। কিন্তু দলীপ ট্রফির ম্যাচের আগেই দিন কুঁচকিতে চোট পান। তাঁকে ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়। খেলার দিন মাঠে এলেও খেলেননি। নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন আইপিএল জয়ী রজত পতিদার। তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। অধিনায়ক শুভমন গিলকে ছাড়া খেলছে পূর্বাঞ্চল। দলীপ ট্রফিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু জ্বরের জন্য বাদ পড়েন। সঠিক সময়ের মধ্যে সুস্থ হতে পারেননি। সহ অধিনায়ক অঙ্কিত কুমার দলকে নেতৃত্ব দিচ্ছেন। গিলের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শুভম গোয়েলকে‌। 

প্রসঙ্গত, ২০২৫-২৬ মরশুমে ১৫ অক্টোবর থেকে শুরু হতে পারে রঞ্জি ট্রফি। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হয়। জোনাল ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। বিসিসিআইয়ের ছেলে এবং মেয়েদের জুনিয়র টুর্নামেন্টগুলো ৯ অক্টোবর থেকে শুরু হতে পারে। গতবছর ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফি শুরু হয়েছিল। আগের বারের মতো এবারও দুই পর্বে হবে রঞ্জি ট্রফি। অক্টোবর এবং নভেম্বরে প্রথম পাঁচটা ম্যাচ হবে। তারপর ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট হবে। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি‌ হবে জানুয়ারিতে। দ্বিতীয় পর্বের রঞ্জি ট্রফি, অর্থাৎ শেষ দুটো লিগ ম্যাচ এবং নকআউট পর্ব আবার জানুয়ারি মাসের শেষে শুরু হবে। গতবার থেকে এই ফরম্যাট চালু হয়েছে। এবারও সেটাই হবে। গতবছর ফাইনালে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।