আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানে তুমুল জনপ্রিয়তা বাবর আজমের। তা তিনি ছন্দে থাকুন, অধিনায়কত্ব হারান। যাই হোক। পাক দলের অন্য কোনও ক্রিকেটার জনপ্রিয়তায় বাবরের ধারেকাছেও আসেন না। এবার সেই বাবরকে স্লেজ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ খান। চ্যাম্পিয়ন্স কাপ চলছে পাকিস্তানে। ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে স্ট্যালিয়নসের সঙ্গে ম্যাচ ছিল ডলফিনের। আর সরফরাজ এখন ডলফিনসের মেন্টর। ওই ম্যাচে তিনি অবশ্য খেলেছিলেন।


বাবর যখন ব্যাট করতে নামছেন, তখন গ্যালারি থেকে ‘‌বাবর বারর’‌ জয়ধ্বনি উঠছিল। যা শুনে সরফরাজ বলেন, ‘‌তাড়াহুড়োর কিছু নেই। দর্শকদের বলুন বাবর বাবর করতে। বাবর ৪০ ওভার ব্যাট করুক। আমরা বাকিদের আউট করে দেব।’‌ সরফরাজের কথা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যায়। যদিও ম্যাচে বাবর শতরান করেন। টুর্নামেন্টে এটিই তাঁর প্রথম শতরান। ১০০ বলে ১০৪ রান করেন বাবর। 


যদিও সাদা বলে বাবরের নেতৃত্ব এখন প্রশ্নের মুখে। সম্ভবত মহম্মদ রিজওয়ান সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হবেন। আবার এটাও ঘটনা, পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভাল নয়। বাংলাদেশের কাছে ঘরের মাঠে সিরিজ হারতে হয়েছে। এবার টেস্ট খেলতে আসছে ইংল্যান্ড। দল হিসেবে যারা অনেক শক্তিশালী।